ঢাকা: প্রাণীকূলের আনন্দ প্রকাশের অনেকগুলো মাধ্যম থাকে। এর মধ্যে সবচেয়ে সেরা মাধ্যম বোধ হয় নাচ।
তবে আনন্দঘন কোনো উপলক্ষ এলে হাত-পা-দুলিয়ে নাচতে ভুল করে না মেরু ভল্লুকও!

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ায় ‘কিউট পোলার বিয়ার্স ড্যান্সিং’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, বরফের দেশের বাসিন্দা দু’টি সাদা রঙা মেরু ভল্লুক বরফের উদ্যানেই একেবারে মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত দুলিয়ে নেচে চলেছে। কোমর দোলানোর সঙ্গে স্পষ্ট বোঝা যাচ্ছিল নাচের তালে তালে মেরু ভল্লুক দু’টির শরীর হেলানোও।

কোনো ছবিতে আবার বেশ ভালোবাসা বিনিময়ও করতে দেখা গেছে তাদের।
হাত-পা-কোমর দুলেছে যেমনি- তেমনি প্রকাশিত ছবিতে ভল্লুক দু’টির মুখ নড়তেও দেখা গেছে বেশ। হয়তো গানও গাইছিল মেরু ভল্লুক দু’টি!
উপলক্ষ কী জানা না গেলেও মেরু ভল্লুকের এই নাচতো এমন অনুপ্রেরণাই দেবে, একজীবনে এমন কী আর বাঁচো...সুযোগ পেলে কোমর দুলে নাচো...!
বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪