ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

নাচো...!

হুসাইন আজাদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৭, ফেব্রুয়ারি ২০, ২০১৪
নাচো...!

ঢাকা: প্রাণীকূলের আনন্দ প্রকাশের অনেকগুলো মাধ্যম থাকে। এর মধ্যে সবচেয়ে সেরা মাধ্যম বোধ হয় নাচ।

আনন্দের মাত্রা যতো বেশি নাচের মাত্রাটাও ততো বেশি হয়ে থাকে। বিশেষত মানুষই নাচ-গানে আনন্দঘন সময় কাটায়।

তবে আনন্দঘন কোনো উপলক্ষ এলে হাত-পা-দুলিয়ে নাচতে ভুল করে না মেরু ভল্লুকও!



সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ায় ‘কিউট পোলার বিয়ার্স ড্যান্সিং’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, বরফের দেশের বাসিন্দা দু’টি সাদা রঙা মেরু ভল্লুক বরফের উদ্যানেই একেবারে মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত দুলিয়ে নেচে চলেছে। কোমর দোলানোর সঙ্গে স্পষ্ট বোঝা যাচ্ছিল নাচের তালে তালে মেরু ভল্লুক দু’টির শরীর হেলানোও।



কোনো ছবিতে আবার বেশ ভালোবাসা বিনিময়ও করতে দেখা গেছে তাদের।

হাত-পা-কোমর দুলেছে যেমনি- তেমনি প্রকাশিত ছবিতে ভল্লুক দু’টির মুখ নড়তেও দেখা গেছে বেশ। হয়তো গানও গাইছিল মেরু ভল্লুক দু’টি!

উপলক্ষ কী জানা না গেলেও মেরু ভল্লুকের এই নাচতো এমন অনুপ্রেরণাই দেবে, একজীবনে এমন কী আর বাঁচো...সুযোগ পেলে কোমর দুলে নাচো...!

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।