আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
মঙ্গলবার, তারিখ- ২৫/০২/২০১৪
মেষ: (২১ মার্চ -২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
কর্মক্ষেত্রে আপনার অপরিসীম সাহস ও সহনশীলতার প্রকাশ ঘটবে। কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই।
টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫
পরাক্রমকে উপযুক্ত জায়গায় ব্যবহার করতে অসফল হবেন। কোন রহস্যজনক কারণে আপনার পক্ষে কেউ মুখ খুলতে চাইবে না। সন্ধ্যের পর ভুল বোঝাবুঝিতে অর্থনাশ হতে পারে। জাতিকাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের খবর আগেই জাতিকাদের কানে পৌঁছুবে। সময়ের দাম রাখতে গিয়ে কোন বিশেষ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।
মিথুন: (২২মে –২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৭
খুব অল্প সময়ে অনেকগুলি কাজ করতে গিয়ে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এ নিয়ে বিতর্কে যাবেন না। কোন আবেগপ্রবণ ঘটনায় জড়িয়ে যেতে পারেন। জাতিকারা নিজের ভুলে কোন ব্যক্তিকে বেশি অর্থ প্রদান করে ফেলতে পারেন। পারিবারিক ঝামেলা অব্যাহত থাকবে।
টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে একটি মাটির ডেলার সঙ্গে তিনটি তুলসী পাতা এবং কিছু সাদা ফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখুন।
কর্কট: (২২ জুন –২২ জুলাই) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
বিচার-বিবেচনা কাজ করার ফলে আপনার সুনাম বৃদ্ধির যোগ আছে। ঘটনার পরিপ্রেক্ষিতে কোন কোন নিকটাত্মীয়ের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র সৌজন্যমূলক হতে শুরু করবে। পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হয়ে মানসিক তৃপ্তি পাবেন। জাতিকাদের কর্মক্ষেত্রে সহকর্মীদের তরফে বিরুদ্ধচারণের যোগ আছে। কোন বিশেষ আত্মীয় আপনার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করবে।
টোটকা: গাড়ি চালকরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: গোলাপি, শুভ সংখ্যা: ১৯
আজকের দিনে আপনাকে কনিষ্ঠ ভাই বোনদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করতে হতে পারে। পরিবার ও কর্মক্ষেত্র নিয়ে আপনি যথেষ্ট ব্যস্ত থাকবেন। জাতিকাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২৩
আজকের দিনে আপনার অসুখী হওয়ার বিশেষ কোন কারণ নেই। ভালো-মন্দ ঘটনার মধ্যদিয়ে দিনটি সাধারণভাবে কাটবে। তবে সঞ্চয় নষ্ট হলে কষ্ট পেতে পারেন। জাতিকারা সংযত বাক্যের প্রয়োগে সফলতা পাবেন। নতুন সুযোগ আসতে পারে।
টোটকা: ভোরে শয্যা ত্যাগ করে সামান্য জলে ভেজানো চাল চিবিয়ে ফেলুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: লাল,শুভ সংখ্যা: ৯
মতের অমিলে অগ্রগতিতে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীর ভুল শুধরে দিয়ে সুনাম পেতে পারেন। নতুন যোগাযোগের দ্বারা উন্নতির লক্ষণ আছে। জাতিকারা মিষ্টি ব্যবহারে মাধ্যমে শত্রুপক্ষের পরিকল্পনার হদিস পাবেন। জাতিকাদের পক্ষে আজকের দিনটি অর্থনৈতিকভাবে শুভ।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং: গোলাপি, শুভ সংখ্যা: ৮
কর্ম ও অর্থক্ষেত্রে কোনরকম বাধা না থাকলেও শারীর নিয়ে কিছুটা সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। পদস্থ ব্যক্তির নির্দেশ মেনে চললে উন্নতির সুযোগ আসবে। তবে বেশি বাছাবাছি করতে গিয়ে সুযোগ হারাবার লক্ষণ দেখা যাচ্ছে। জাতিকারা পারিবারিক সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত থাকবেন। কাজে অমনোযোগী হওয়ার ফলে মানসিক বিরক্তির সৃষ্টি হতে পারে।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।
ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৭
নতুন যোগাযোগ মনে উদ্যম বৃদ্ধি করবে। অর্থ নিয়ে বাধা না থাকলেও পরিপার্শ্বিক সমস্যা জেরবার করতে পারে। দরকারি বিষয় নিয়ে যথাযথ পদক্ষেপ আপনার সফলতার কারণ হবে। জাতিকারা সতর্ক থাকার জন্য আপনার বিরুদ্ধে কোন দূরভিসন্ধির পরিকল্পনা ধরে ফেলবেন। পরিবেশ অনুকূলে থাকায় পূর্ব সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথরকুচি গাছ রোপণ করুন। অথবা কোন সর্পগন্ধা গাছে জল দিন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৮
বিরুদ্ধশক্তি তৎপর হলেও মোকাবিলা করার মতো লোকজন পেয়ে যাবেন। সন্ধ্যের পর সবরকম আর্থিক লেনদেন বন্ধ করুন। জাতিকারা বেশ কয়েকবার হয়রানির শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে।
টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১২
সুযোগ আসবে কিন্তু তাকে তৎপরতার সঙ্গে ব্যবহার করতে হবে। অতিরিক্ত চিন্তা ভাবনা আপনাকে উন্নতি থেকে দূরে নিয়ে যেতে পারে। অতি ঝুঁকি প্রবণতা সমস্যাসঙ্কুল হলেও নিয়ন্ত্রিত ঝুঁকি আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। জাতিকারা সমালোচনার যথাযোগ্য উত্তর দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন। দুপুরের পর থেকে সমস্যা কমবে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালোজিরে কিছুটা চাল, সামান্য তিল, অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
ঠিক অতিরিক্ত বিচলিত হওয়ার মুহূর্তে আপনার কাছে হাজির হবে সমস্যার সমাধান। সমস্যা হাজির হলে তা কোন সময়েই আয়ত্তের বাইরে চলে যাবে না। কর্মস্থলে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে। জাতিকারা পরিবারে প্রত্যক্ষ কোন অসুবিধা না থাকলেও পরোক্ষ বাধা অনুভব করবেন। অপছন্দের পরিবেশকে মানিয়ে চলতে হবে।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪