ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

হাঁটুন ফুলের স্বর্গে

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
হাঁটুন ফুলের স্বর্গে

স্বর্গীয় অনুভূতির সঙ্গে সবসময় আমরা মিল পাই ফুলের। ফুলের মতোই সুন্দর, নিষ্পাপ, পবিত্র স্বর্গ-এমনটা ধারণা সবার।

দূর সে স্বর্গের অস্তিত্ব থাকুক বা না-ই থাকুক পৃথিবীতে স্বর্গীয় স্থানের দেখা মেলে অনেক। এমনই একটি স্থান জাপানের লাইট টানেল।


ফুলের সময় বসন্ত। শীতের পর বসন্তের শুরুতে কেউ যদি জাপানে বেড়াতে যান তাহলে ভুলবেন না ওয়েস্টেরিয়া ফুলের মনোরম টানেল দিয়ে হাঁটতে।

অ্যাটলাস অবসকিউরা অনুযায়ী বলা হয়, আশিকাগা ফ্লাওয়ার পার্কের ফুলের টানেলের মধ্যদিয়ে একা হাঁটা সম্ভব নয়। পাশে একজন সুন্দর ছিপছিপে রাজকন্যা ছাড়া এখানে হাঁটার কথা কল্পনাও করা যায় না!


প্রত্যেক জাপানিই ফুল ভালোবাসে। ওয়েস্টেরিয়া বা ফুজি তাদের সবচেয়ে প্রিয় ফুল। একটি বাগান তৈরি জন্য যথেষ্ট সময় ব্যয় করতে হয়। ওয়েস্টেরিয়া ফুলের টানেল তৈরির জন্য বেশ কষ্ট করতে হয় তাদের।


টানেলের ফুলগুলোর মধ্যে ঘটানো হয় নানা রঙের সন্নিবেশ। সূর্যের আলো তার মাঝ দিয়ে পড়বে চমৎকার সৌন্দর্যে। পুরো টানেলজুড়ে এসময় তৈরি হয় প্রাকৃতিক রঙের ছায়া।

আশিকাগা ফ্লাওয়ার পার্কের ফুল পূর্ণ রঙে উদ্ভাসিত হয় এপ্রিলের শেষ থেকে মে মাসের প্রথম দিকে। তাই এ স্বর্গীয় অনূভূতির জন্য এ টানেল ভ্রমণে সময় বেছে নিতে হবে এপ্রিল-মে। অন্য সময় এলেও এখানে দেখা যাবে ফুলের সমারোহ, তবে সেটা অনেকটাই মলিন, প্রাণহীন।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।