আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ২৮/০২/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৬
ছোট ছোট দিক চিন্তা করে তবেই কোনো পদক্ষেপ নিন। সতর্ক থাকুন যেন সাংসারিক বা কর্মজীবনে সমালোচনার ঝড় না ওঠে।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৯
আপনার মৌলিক গুণে ব্যবসায় সাফল্য আসতে পারে। বুদ্ধি কাজে লাগিয়ে উন্নতির সুযোগ আসবে। কোনো গুরুত্বপূর্ণ আলোচনা সার্থক রূপ পেতে পারে। জাতিকাদের অর্থ নষ্টের যোগ আছে। রাতের দিকে পারিবারিক কারণে মন খারাপ হতে পারে।
টোটকা: ঘরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল বা আতর রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৮
স্মৃতিশক্তির প্রখর ব্যবহারের ফলে সমস্যা মুক্তির যোগ দেখা যাচ্ছে। ঘটনার গতির দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিন। দুপুরের পর উপযুক্ত যোগাযোগ আপনাকে সাহায্য করবে। জাতিকারা আজকের দিনে বিলাসবহুল ক্ষেত্র বা জায়গাগুলি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো অবস্থায় আজকের দিনে ক্ষমতার অপব্যবহার করবেন না।
টোটকা: একটি গোটা ফল তিনটি জবাফুলসহ জলে ভাসিয়ে দিন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:৭
ছোট ছোট কাজকেও আপনার দেওয়া গুরুত্ব আপনাকে সুনাম এনে দেবে। পরিবেশ অনুকূল থাকায় প্রয়োজনীয় কাজগুলি করে ফেলতে পারবেন। তবে কথা বলার সময় সাবধানে বাক্যের ব্যবহার করুন। জাতিকারা কর্মস্থলে উন্নতিমূলক পরিবর্তন বেশ আনন্দই পাবেন। তবে বেহিসাবি হলে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে।
টোটকা: কাজের টেবিলে সবুজপাতাসহ একটি গাছ রাখুন।
সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
নিজের ভুলের মাসুল নিজেকেই গুণতে হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে কিছুটা সমস্যার লক্ষণ দেখা যাচ্ছে। পরিবারে মায়ের কথা প্রাধান্য দিয়ে সমস্যা সমাধান হতে পারে। জাতিকাদের অর্থযোগ শক্তিশালী। কথা দিয়ে সেটা রাখতে না পারার জন্য সমস্যার মুখে পরতে হতে পারে।
টোটকা: নিমপাতা মিশ্রিত জলে গোসল করুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
আপনার সরল ব্যবহার আপনাকে সফলতা এনে দেবে। পদস্থ কোনো ব্যক্তির সুনজরে আসতে পারেন। দাদা বা পরিবারের অন্য কোনো অগ্রজের সঙ্গে মতের অমিল দেখা দেবে। জাতিকাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। পরিবারের পরিবেশ নিজের অনুকূলে রাখতে গেলে বুদ্ধির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে উঠবে।
টোটকা: গরিবকে আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা: ২১
আপনার উদ্ভাবনী শক্তিতে কর্মস্থলে উন্নতির সিঁড়িগুলি পেরিয়ে যেতে পারবেন। অর্থযোগ আছে। তবে পিতৃস্থানীয় কারো সঙ্গে মতের অমিল হতে পারে। বিকেলের দিকে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা। জাতিকাদের অন্যমনস্কতার জন্য কাজে ভুল হওয়ার সম্ভাবনা।
টোটকা: শোবার ঘরে একটি পাত্রে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮
সিদ্ধান্তহীনতার ফলে ব্যবসার যোগাযোগ সহজ হবে না। জরুরি কোনো বিষয় বুঝে উঠতে সমস্যা হবে। তবে দাম্পত্য জীবন অনুকূলে থাকায় কাজে উদ্যম বজায় থাকবে। জাতিকারা লোভনীয় উপহার বা কথার ফাঁদে পা দিলে ঠকতে পারেন। পরিবারের তরফে সহায়তার যোগ দেখা যাচ্ছে।
টোটকা: কাজের জায়গায় বা অফিস ঘরে একটি তুলসী গাছ রাখুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৩
কাজে জায়গায় বিশ্বস্ত কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া মুশকিল হবে। ক্ষতিকর ও ঈর্ষাপ্রবণ কোনো মানুষের সঙ্গে কাজ করতে বাধ্য হতে পারেন। বাইরের কোনো উত্তেজনাকর ঘটনা আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে। জাতিকাদের সারাদিনে নানা রকম ছোট ছোট ঝামেলায় পড়তে হবে। রাতে কোনো শুভ খবর আসতে পারে।
টোটকা: শোবার ঘরে ৫টি সাদা ও হলুদ ফুল জলে ভাসিয়ে রাখুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
আপনার উপর কোনো দায়িত্ব বর্তালে আপনাকে আরও খানিকটা সহনশীল হতে হবে। কর্মক্ষেত্রে পরিবেশ শান্ত থাকলেও পারিবারিক পরিবেশ কিছুটা প্রতিকূল হতে পারে। বিরোধীদের কাজকর্মের ফলে পাওনা টাকা পেতে দেরি হতে পারে। জাতিকাদের উপযুক্ত ব্যক্তি নির্বাচনে ভুল হওয়ায় সমস্যা বাড়তে পারে। যোগাযোগ রক্ষার ফলে জাতিকাদের উন্নতির যোগ আছে।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দরজার বিপরীত রেখে দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬
আজ আপনার বদ্ধপরিকর মানসিকতার পুরস্কার পাবেন। প্রতিপক্ষকে ভালো করে বুঝে, তারপর সিদ্ধান্ত নিন। কোনো কঠিন কাজের দায়িত্ব আপনার কাঁধে পড়তে পাড়ে। জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে অর্থ ব্যয় বাড়তে পারে। সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করুন।
টোটকা: সারাদিন একটি পাত্রে পানিয়ে যব, গম, চাল, কালোজিরা, কাঁচা মরিচ ভিজিয়ে রাখুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১
নিজের মতবিরুদ্ধ কাজ করতে গিয়ে কাজে ভুল হতে পারে। পরিবার ও কর্মক্ষেত্রে সামঞ্জস্য রক্ষা করা কঠিন হবে। দুপুরের পর থেকে পরিবেশ অনুকূলে আসবে। জাতিকারা কোনো স্নেহভাজনের আগমনে খুশি হবেন। জাতিকাদের যথাযথ প্রচেষ্টায় বাড়িতে আনন্দবহুল পরিবেশ বজায় থাকবে।
টোটকা: পাঁচটি সিম বীজ জলে ভিজিয়ে বাড়ির উত্তর দিকে একটি মাটির পাত্রে সারাদিন রেখে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৪