আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ০১/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
মাসের প্রথম দিনটি আপনার কাছে হতে পারে আচমকা আসা দখিনা বাতাসের মতো। আজকের দিনে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে হঠাৎ করে সফলতা আসবে।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
আপনার জনসংযোগের ফলে ফলে ব্যবসা বাড়বে। বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। তবে কর্মক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। জাতিকাদের পরিবারের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে দূরত্ব বাড়বে। তবে সঞ্চয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা:৭
আজ আপনার জীবনে সম্পর্কে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। কোনো ব্যবসায়িক কাজ নিয়ে প্রশাসনিক মহলে অযথা হয়রানির শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ আছে। জাতিকাদের নতুন বন্ধুলাভের যোগ। সন্তান নিয়ে চিন্তা দূর হতে পারে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
আজকের দিনে আইন বা কনসালটেন্সি জাতীয় কাজে যুক্তদের সফলতা পাওয়ার আশা। বিনিয়োগ করতে পারেন। পারিবারিক সমস্যা নিয়ে আজকে আপনি কিছুটা বিব্রত হতে পারেন। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের যোগ। সন্তানের উচ্চশিক্ষা নিয়ে চিন্তার অবকাশ বজায় থাকবে।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
আজকের দিনে আপনি হঠাৎ করেই অনেক মানুষের আলোচনার বিষয় হয়ে উঠতে পারেন। সমাজসেবক বা সামাজিক কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্তদের সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল। বিনিয়োগ করতে পারেন। সন্তানের বিশেষ পুরস্কার বা স্বীকৃতি লাভের খবর আসতে পারে। জাতিকাদের আঘাত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিবারে জাতিকাদের পিছনে তার সমালোচনা হতে পারে।
টোটকা: গাড়ি চালকরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
মনে রাখবেন আজ যেকোনো রকম উত্তেজনার ফলে বিপত্তির সৃষ্টি হতে পারে। পথে সমস্যার মুখোমুখি হতে পারেন। রাগের বশে কাজ করা থেকে বিরত থাকুন। জাতিকাদের নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ফলে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। মাতুলের জন্য অর্থনাশের সম্ভাবনা আছে।
টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা: ৯
আপনার ভাগ্যের কোনো বন্ধ দুয়ার আজ খুলে যেতে পারে। নতুন পথে ব্যবসায় রোজগারের সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আসবে নতুন যোগাযোগের সুযোগ। জাতিকাদের ক্ষেত্রে কর্মযজ্ঞ শুভ হলেও পরিবারে তাকে অপদস্থ করার চক্রান্ত হতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
ব্যবসায় উন্নতি ও ধন লাভের যোগ দৃশ্যমান। সন্তানের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনার অনেক দিনের চেষ্টা সফলতার মুখ দেখতে পারে। প্রেম যোগ আছে, তবে জাতিকাদের নতুন সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সাবধান হওয়া দরকার। প্রেম নিয়ে জাতিকাদের বাবা-মায়ের সঙ্গে মতের অমিল হতে পারে।
টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
আলোচনা বা প্রয়োজনীয় পরিকল্পনা না করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। প্রেম নেই। আঘাত বা রক্তপাতের যোগ আছে। পারিবারিক কারণে জাতিকাদের কোনো বিশেষ আত্মীয়ের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিতে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
অন্ধকার থেকে আপনার বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালাতে পারে কোনো পরিচিত মানুষ। আজকের দিনে কর্মক্ষেত্রে কিছুটা সতর্ক থাকুন। অযথা অভিযোগের শিকার হতে পারেন। ব্যবসায়ীদের সফলতা পাওয়ার আশা। বিনিয়োগ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থনৈতিক লাভের যোগ আছে। জাতিকাদের সন্তানকে নিয়ে চিন্তা আজ সারাদিন অমনোযোগী রাখবে। কর্মক্ষেত্রে উন্নতি লাভের যোগ আছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
আবেগ আপনার যুক্তিবোধ গ্রাস করলে লাভের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি। নতুন সম্পর্কের ক্ষেত্রে সজাগ থাকুন। পরিবারের লোকজনদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এড়িয়ে চলুন। জাতিকারা প্রেমের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সম্পর্কের জটিলতা আপনার কাজের ব্যাঘাত ঘটাতে পারে।
টোটকা: সদর দরজার ঠিক নিচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
আজের দিনে নতুন কোনো ঘটনা বয়ে আনবে আপনার সাফল্যের চাবিকাঠি। আজকের দিনে নতুন পরিচিত মানুষের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। দিনের মধ্যভাগে কর্মক্ষেত্রে অযথা অভিযোগের শিকার হতে পারেন। জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বজায় থাকবে। প্রেম যোগ আছে।
টোটকা একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাককে শস্য দানা দান করুন।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৪