ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

গানে, পাঠে ওয়াহিদুল হক স্মরণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, জানুয়ারি ২৭, ২০১১
গানে, পাঠে ওয়াহিদুল হক স্মরণ

শিশুদের বড় বেশি ভালোবাসতেন তিনি। তাই শিশুদের গাওয়া গানে, পাঠে স্মরণ করা হলো দেশে প্রথিতযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হককে।

এই বিশিষ্ট রবীন্দ্র-প্রেমিকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হলো তারই অন্যতম সৃষ্টি সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের মিলনায়তনে। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ছায়ানট ও নালন্দার শিশুরা পরিবেশন করল রবীন্দ্রনাথের গান ও কবিতা।

সমবেত কণ্ঠে গাওয়া ‘আলো আমার আলো’ দিয়ে শুরু হয়েছিল স্মরণ সন্ধ্যাটি। এরপর দ্বৈত কণ্ঠে গাওয়া হলো ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’। শিশু প্রতœ পাঠ করল রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্র’ থেকে। মায়িশা পরিবেশন করলো ‘অন্তর মম বিকশিত কর’।

অনুষ্ঠানে আরো পাঠ করা হলো ‘লিপিকা থেকে মেঘদূত’, ‘বোকা বিহঙ্গ’, ‘দাঁড়কাক’ ও ‘একটি রাস্তার আত্মকাহিনী’র অংশ-বিশেষ। আবৃত্তি করা হলো ‘প্রশ্ন’ ও ‘জুতা আবিষ্কার’।

ওয়াহিদুল হক ১৯৩৩ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন ঢাকার অদূরে কেরানীগঞ্জে। তিনি দেশের সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করেছিলেন ছায়ানট, নালন্দা, কণ্ঠশীলন, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি করে।

২০০৭ সালের ২৭ জানুয়ারি দেশের এই মহান সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময় ২১০৪, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।