ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বয়স্ক বাবার স্থান ডাস্টবিনে!

আবাদুজ্জামান শিমুল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, মার্চ ২, ২০১৪
বয়স্ক বাবার স্থান ডাস্টবিনে! ছবি : ফাইল ফটো

ঢাকা: ডাস্টবিনে ফেলে যাওয়া বয়স্ক মানুষটির অবশেষে থাকার জায়গা মিললো গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। রোববার বৃদ্ধ গিয়াসউদ্দিন(৭৫)কে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতাল থেকে সেখানে নিয়ে যাওয়া হয়।



এর আগে গত ২৫ ফেব্রুয়ারি গিয়াসউদ্দিনকে শ্যামপুর ধানাধীন জুরাইন নতুন রাস্তা এলাকায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে একটি ডাস্টবিন থেকে উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান।

পরে শ্যামপুর থানায় যোগাযোগ করে এসআই আব্দুর রবসহ ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে ‍যান। বৃদ্ধ গিয়াস উদ্দিন ঢামেকের নতুন ভবনের ৬০২ নং ওয়ার্ডের ৬ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।

খবর পেয়ে বাংলানিউজের স্টাফ রিপোর্টার ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেন। বৃদ্ধ গিয়াস বলেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। আমার দুই সন্তান। আমাকে সন্তানরা ওইখানে রেখে গেছে।

এর পরে আর কোন কথা বলেন নি তিনি।

এ ঘটনায় মেহেদী হাসানও জানান, বৃদ্ধকে জিজ্ঞাসা করে জানতে পেরেছি তার ছেলেরা তাকে দুইদিন আগে সেখানে ফেলে গেছে।
D_m_c_bg1
মেহেদীর ধারণা, বয়স্ক লোকটি কাজ করতে অক্ষম হওয়ায় দায়ভার এড়াতে হয়তোবা ছেলেরা ওখানে ফেলে রেখে গেছে।

এদিকে, থানার এসআই আব্দুর রব এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করার সময় বৃদ্ধ খুবই অপুষ্টিতে ভুগছিলেন। তখন সে কোন কথাই বলতে পারছিলেন না।

চিকিৎসক আবু জাফর মো. সালেহ জানান, বৃদ্ধ মানুষটিকে যখন উদ্ধার করা হয়েছিল তখন সে খুব অপুষ্টিতে ভুগছিলেন। এখন স্যালাইন খাওয়ানোসহ বিভিন্ন সেবা দেওয়ায় কিছুটা ‍সুস্থ হয়ে ওঠছেন।

এদিকে সংবাদ পেয়ে গিভেন্সি গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান খতিব জাহিদ মুকুল বৃদ্ধ গিয়াসউদ্দিনের দেখভালের দায়িত্ব নেন এবং তাকে নিজের পরিচালনাধীন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।