আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
বুধবার, তারিখ- ০৫/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১
আজ আপনার দিনটি কাটতে পারে বিশেষ আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা ব্যস্ততায়। ব্যবসায় কর্মচারীদের কাজে আপনার দুশ্চিন্তা বাড়বে।
টোটকা: আমলকি ও কাঁচা ডুমুর একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৬
আজ প্রেমযোগ দৃশ্যমান। উপহার অথবা পত্র-পত্রাদি পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। তৃতীয় ব্যক্তি কারণে ব্যবসায় অংশীদারদের মধ্যে সমস্যা শুরু হতে পারে। জাতিকারা নিকটাত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। তবে গুরুজনদের সঙ্গে নৈকট্য বাড়বে। তাদের উপদেশে আপনার পারিবারিক উন্নতি হবে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথরকুচি গাছ রোপণ করুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ৯
সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আজকের দিনে আপনাকে কিছুটা চিন্তিত রাখবে। সন্তানের কিছু ব্যবহার আপনাকে বিভ্রান্ত করতে পারে। নতুন বন্ধুলাভের যোগ আছে। প্রেমের জন্য দিনটি শুভ। প্রেমের প্রস্তাব পেতে পারেন। জাতিকাদের সামাজিক সম্মান বাড়বে। অপরিচিত মানুষদের কাছ থেকে উৎসাহ পাবেন।
টোটকা: একটি নিমপাতাসহ নিমডালকে কিছুটা কালোজিরে কিছুটা চাল সামান্য তিল, অল্প জল একটি পাত্রে রেখে জলাশয়ে ভাসিয়ে দিন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: নীল,শুভ সংখ্যা: ৬
কিছু অবাঞ্ছিত খবর প্রিয়জনদের প্রতি আপনাকে আস্থাহীন করে তুলতে পারে। কিছুটা চিন্তিত থাকবেন গুরুজনের স্বাস্থ্য নিয়ে। জাতিকাদের পরিবারের সঙ্গে আলোচনা না করে নেওয়া সিদ্ধান্তের জন্য পারিবারিক সমস্যার সৃষ্টি হবে। সন্তানের শরীর নিয়ে চিন্তা জড়িয়ে থাকবে সারাদিন।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।
সিংহ: (২৩ জুলাই -২৩ আগস্ট) শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ১১
কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা। তবে প্রেমের জন্য দিনটি মোটেও শুভ নয়। প্রেমের ক্ষত্রে আসবে নানা রকম বাধা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সজাগ হোন। জাতিকাদের পরিবারের কোনো ব্যক্তির চিকিৎসার জন্য বিদেশ যেতে হতে পারে।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।
কন্যা: (২৪ আগস্ট –২৩ সেপ্টেম্বর) শুভ রং: বেগুনি,শুভ সংখ্যা: ২
পরিকল্পনা করা শুভ কাজ ফেলে রাখবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে আজকে আসবে সফলতা। কর্মক্ষেত্রে কিছু জটিলতা দিনের প্রথমভাগে থাকলেও দিনের মধ্যভাগ থেকে হাজির হবে নতুন সম্ভাবনা। প্রেমের জন্য দিনটি শুভ। মিটে যাবে পুরনো ঝগড়া বা ভুলবোঝাবুঝির মতো বিষয়। জাতিকাদের ক্ষেত্রে পরিবারে বজায় থাকবে শান্তি। সন্তানের শিক্ষা নিয়ে আসবে নিয়ে শুভ খবর।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর –২৩ অক্টোবর) শুভ রং: বাদামি,শুভ সংখ্যা: ৭
ছাত্রদের কাছে নতুন সুযোগ নিয়ে আসবে আজকের দিনটি। চাকরি প্রার্থীদের কাছে নতুন সম্ভাবনা আসতে পারে। পারিবারিক সমস্যা বাড়তে পারে শুধুমাত্র সন্দেহের পরিপ্রেক্ষিতে। জাতিকারা নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। প্রেমের জন্য দিনটি শুভ নয়।
টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং: নীল,শুভ সংখ্যা: ৪
দিনটি আপনার বিদেশ যাত্রার জন্য অনুকূল। কোনো পেশাদারের সাহায্যে ব্যবসায় উন্নতির যোগ আছে। ছাত্রদের উচ্চশিক্ষার সুযোগ। প্রেমের ক্ষেত্রে দিনটি অনুকূল। জাতিকাদের ভ্রমণযোগ বিদ্যমান। পরিবারের সদস্যদের মধ্যে সফলতার খবর আসবে। জাতক ও জাতিকা দু’জনেরই কর্মক্ষেত্রে দিনটি কাটবে সফলতার সঙ্গে।
টোটকা: আতর মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত আদা মিশ্রিত দুধ সেবন করুন।
ধনু: (২৩ নভেম্বর –২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৭
আপনি কোনো আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীরা বিব্রত করতে পারে। পরিবারে মনোমালিন্যের যোগ আছে। প্রেমের জন্য দিনটি শুভ নয়। অভিভাবকদের উপদেশে ব্যবসায় লাভ হবে। জাতিকাদের দিনটি কাটবে শুভ অশুভের মিশ্রণে। শিরদাঁড়াজনিত রোগ দেখা দিতে পারে।
টোটকা: একটি একটি গোটা সুপারি,তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল,শুভ সংখ্যা: ১৬
পারিবারিক সমস্যার সুরাহা হতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। আপনার দিনটি ব্যস্ততায় কাটবে। তবে সন্তানের চাকরির খবর আসতে পারে। জাতিকাদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সফলতা পাওয়ার আশা। অভিভাবকের পরামর্শে জাতিকাদের দাম্পত্য সমস্যার সমাধান হবে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়,একটি পান কিছুটা তেল ও কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি,শুভ সংখ্যা: ৬
স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। রয়েছে বন্ধুদের মধ্যে ঝগড়া, মতবিরোধের যোগ। সন্দেহের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন। জাতিকাদের গুরুজনদের সঙ্গে দূরত্ব বাড়বে। তাদের সঙ্গে মতের অমিল দেখা দিতে পারে।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ) শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ২
দিনটি প্রেমের জন্য অনুকূল নয়। অহেতুক তৃতীয় ব্যক্তিকে নিয়ে প্রেমে সমস্যা আসতে পারে। চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আজকে আসতে পারে কোন নতুন সুযোগ। জাতিকাদের গুরুজনদের সঙ্গে মতবিরোধ হবে। তবে আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে ।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৪