আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
শুক্রবার, তারিখ- ০৭/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬
কোন ঘটনা প্রকাশ্যে না আনতে পেরে মানসিক যন্ত্রণায় ভুগতে হবে। কোন কথা গোপন না করে বলে ফেলুন।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।
বৃষ: (২১ এপ্রিল –২১ মে) শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ৯
অজানা পথে, অচেনা মানুষের মাধ্যমে অযাচিত লাভের সুযোগ আপনাকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করতে পারে। মনোবল ও নীতি বজায় রেখে লক্ষ্যে এগিয়ে চলুন। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা আছে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৮
নিজের যোগ্যতার প্রতি ভরসা রেখে এগিয়ে যান। সন্তানের কার্যকলাপ সংক্রান্ত সমস্যারসুরাহা হতে পারে। জাতিকাদের কাছে দিনের মধ্যভাগে পারিবারিক খুশির খবর আসবে। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
কর্কট: (২২ জুন –২২ জুলাই) শুভ রং: হলুদ,শুভ সংখ্যা: ৭
পরিবারের সাহায্য, পরামর্শে আপনার ব্যবসার উন্নতি হবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও অর্থ লাভের যোগ আছে। সন্তানের পঠন-পাঠন নিয়ে চিন্তার উৎপত্তি হতে পারে। জাতিকাদের নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক লাভ হতে পারে। জাতিকারা পারিবারে কোন আত্মীয়ের মিথ্যে অপবাদের শিকার হতে পারেন।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোনে রেখে দিন।
সিংহ: (২৩ জুলাই -২৩ আগস্ট) শুভ রং: বাদামি,শুভ সংখ্যা: ১২
আজকের দিনে আপনার সিদ্ধান্তের উপর আপনার পরিবারের ভাল-মন্দ নির্ভর করবে। কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ হাতছাড়া হতে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। জাতিকাদের ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে অগ্রজদের দিক থেকে সমস্যা আসতে পারে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার খাদ্য দান করুন।
কন্যা: (২৪ আগস্ট –২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল,শুভ সংখ্যা : ৯
আজ নির্ভয় হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নিন। অন্যের মতামতের আশায় সময় নষ্ট করবেন না। পেটের রোগ নিয়ে ভুগতে পারেন। জাতিকারা বিশেষ করে নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। জাতিকাদের ক্ষেত্রে নতুন কর্ম পরিকল্পনার জন্য পরিবেশ অনুকূল থাকবে।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর –২৩ অক্টোবর) শুভ রং সাদা,শুভ সংখ্যা : ২১
প্রেম নিয়ে পারিবারিক বিতর্ক এড়িয়ে চলুন। নিজের পরিস্থিতি নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন না। নতুন সম্পর্কের বিভিন্ন পরিবর্তন নিয়ে সর্তক থাকুন। জাতিকারা আজকের দিনে নিকটাত্মীয়ের ডাকে সাড়া দিয়ে তার সাহায্যে সারাদিন ব্যস্ত থাকবেন। দিনের শেষভাগে সমালোচনার মুখে পড়তে পারেন।
টোটকা: সাদা পোশাক পরুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর –২২ নভেম্বর) শুভ রং: নীল,শুভ সংখ্যা: ১৮
পারিবারিক বিষয় নিয়ে বিতর্ক, ঝগড়ার সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা আছে। সহকর্মীদের চক্রান্তের শিকার হতে পারেন। জাতিকারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চোখ-কান খোলা রাখুন। জাতিকাদের অর্থনীতিক ক্ষতির যোগ আছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। গবাদি পশুকে খাদ্য দান করুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ,শুভ সংখ্যা: ৩
নতুন পরিচিত মানুষের মাধ্যমে সামাজিক পরিচিতির ক্ষেত্রে সুবিধা হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। সহোদর স্থানীয় কোন ব্যক্তির অনৈতিক কর্মে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি। জাতিকারা পরিবারে গোপন করে সিদ্ধান্ত নেবেন না। আপনার সততার সুযোগ নিয়ে আপনাকে পরিবারে অসম্মানিত করার পরিকল্পনা করা হতে পারে।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল,শুভ সংখ্যা: ৫
আপনার শত প্রচেষ্টা সত্ত্বেও কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সুনাম পাবেন না। পারিবারিক ক্ষেত্রে গ্রহের কুপ্রভাবে সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে থাকবে। নতুন বন্ধুলাভের যোগ আছে। জাতিকাদের দাম্পত্য সম্পর্কে জটিলতা শুরু হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকা দরকার।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।
কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি) শুভ রং: বেগুনি,শুভ সংখ্যা: ৬
সন্তানের কোন বিশেষ কাজে আপনার সঙ্গে মতবিরোধ হতে পারে। পরিবারের মতামত নিয়ে না করা কাজের জন্য গোটা পরিবার আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। জাতিকাদের প্রতিবাদ না করার সুযোগে কোন আত্মীয়ের অতিরিক্ত ক্ষমতা প্রদর্শনের সুযোগ আসতে পারে। জাতিকারা কোনভাবেই পরিবারের নিয়ন্ত্রণ অন্য কোন আত্মীয়ের উপর সম্পূর্ণ ছেড়ে দেবেন না।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। গরীবকে আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ) শুভ রং: বাদামি,শুভ সংখ্যা: ১১
কর্মক্ষেত্রে আস্থাহীনতা থাকলেও আপনি আজকের দিনে সরাসরি প্রতিবাদ করতে পারবেন না। সামাজিক পরিচিতির মাধ্যমে কোন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। জাতিকারা তৃতীয় ব্যক্তির পারিবারিক বিষয়ে হস্তক্ষেপের সম্ভাবনা দূর করুন। মনের ভাব না লুকিয়ে স্পষ্টভাবে সেটা প্রকাশ করলে শেষ পর্যন্ত লাভ হবে।
টোটকা: কুকুর,গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪