ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

ছাগল-কুকুর খেলা

ফটো: নূর-এ আলম, স্টাফ ফটো করেসপন্ডেন্ট; ক্যাপশনস্টোরি: আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১০, মার্চ ৭, ২০১৪
ছাগল-কুকুর খেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল থেকে ফিরে: সেদিন গিয়েছিলাম চা শ্রমিকদের জীবন-যাপন দেখতে। কথা বলতে বলতে ঢুকলাম প্রাণীভক্ত এক শ্রমিকের বাড়ি।

বাড়িভর্তি কবুতর, ছাগল, কুকুর, বিড়াল, মুরগি। অধিকাংশের অবস্থা করুণ হলেও এ বাড়িটি ছিল একটু অন্যরকম। বেশ পরিপাটি, গোছালো।

উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ সাদা-কালো তিন চারটা কুকুর ছানা ছুটে এলো। পরে খেয়াল করলাম চারটির একটি ছাগলছানা। আর কুকুরছানাগুলোর খেলার প্রধান লক্ষ্যবস্তু ছাগলছানাটি।



ছাগলছানাটি মোটেই পছন্দ করছিলো না কুকুরছানাগুলোর দুষ্টুমি। বারবার চেষ্টা করছিলো গুঁতা মেরে সরিয়ে দিতে। কিন্তু কুকুরছানাগুলো নাছোড়বান্দা। ভাবখানা এমন, ছাগলছানা তুমি চাও আর না চাও আমরা তোমাকে চাই-ই চাই।



ছাগলছানাটি একটু দৌড়ে একপাশে গেল তো কুকুরছানানা তিনটি দৌড়ে ঘিরে ফেললো চারপাশ থেকে। একটিকে গুঁতা মেরে ফেলো দিতো তো আরেকটি গিয়ে উল্টে ঘাড়-কান কামড়ে ধরে চেষ্টা করলো বশ মানাতে। বেশ কিছুক্ষণ ধরে এভাবেই চলল ছাগল-কুকুর খেলা।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।