ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বৃষরাশির প্রেম যোগ ক্ষীণ

সাফল্য অপেক্ষা করছে ধনুর জন্য

জ্যোতিষী কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, মার্চ ৭, ২০১৪
সাফল্য অপেক্ষা করছে ধনুর জন্য

আজ কেমন যাবে
জ্যোতিষী কুমারী রুবাই
তারিখ- ০৮/০৩/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা শুভ সংখ্যা : ৩

চাওয়া ও পাওয়ার ব্যবধান আপনার মনে বিভিন্ন প্রশ্নের জন্ম দিতে পারে।   উচ্চাকাঙ্ক্ষার ফলে বাড়তে পারে হতাশা।

হতাশাকে মনে ঢুকতে দেবেন না। মিডিয়া ও প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত থাকলে সফলতা পাবেন। জাতিকারা কাছের কোনো বন্ধুর মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারেন। জাতিকারা মানসিক জটিলতা পরিহার করুন।

টোটকা: ধর্ম গ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশে সুগন্ধি ধুপ নিবেদন করুন। গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।  

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা :৫

কোনো কোনো মানুষ আপনার উন্নতিকে সহজভাবে মেনে নিতে পারবে না। সহকর্মীদের কাছে বা বন্ধু মহলে অহেতুক সমালোচনার শিকার হতে পারেন। আজ কর্মক্ষেত্রে বহু দিনের কোনো প্রচেষ্টার সফল বাস্তবায়ন হতে পারে। জাতিকাদের পৈতৃক সম্পত্তি লাভের যোগ আছে। প্রেম যোগ ক্ষীণ।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা: ৯

আজ পরিবারের বাইরের কোনো কারণে দাম্পত্য সম্পর্কে কিছুটা সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ করে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে।   ফুসফুস সংক্রান্ত পীড়ায় ভুগতে পারেন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার বৃদ্ধি। জাতিকাদের  পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে হবে। প্রেম নেই। মিথুন জাতিকারা নিকটজনের কোনো শুভ খবরে আনন্দিত হবেন।

টোটকা: পানিতে কয়েকটি পদ্ম ফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা: ১২

নিজ যোগ্যতা প্রমাণের চেষ্টা করলেও আপনাকে আজ নির্ভর করতে হবে অন্যের ওপর। কোনো বন্ধুর পরামর্শকে আজ ব্যবসায়ে কাজে লাগিয়ে সফলতা পাবেন। ছোট ও মাঝারি ব্যবসায়ীরা পরিকল্পনায় বাস্তবায়ন করার সুযোগ পাবেন। জাতিকাদের আয় অপেক্ষা ব্যয়ের চাপ অধিক এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। গৃহে বন্ধুদের উপস্থিতিতে কোনো আনন্দ অনুষ্ঠানের যোগ আছে।

টোটকা: সাদা পোশাক পড়ুন। একটি পাত্রে পানিয়ে জব, গম , চাল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা শুভ সংখ্যা : ৬

কোনো জিনিস কিনে আজ প্রতারিত হতে পারেন। এই বিষয়ে সাবধান থাকুন। নিজের ভুলে নিজেরই ওপর রাগ হতে পারে। জাতিকাদের দাম্পত্য পরিস্থিতি অনুকূল হলেও সন্তানকে কেন্দ্র করে পারিবারিক সম্পর্কে ফাটলের আশঙ্কা। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারু চিনি এবং মধু সেবন করুন।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ৫

কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনাকে ঘিরে জটিলতা সৃষ্টি হলেও আপনার লড়াকু মনোভাবের ফলে সাফল্য সুনিশ্চিত হবে। আপনার দক্ষতার ফলে আপনার প্রতিষ্ঠান বিশেষ সুবিধা লাভ করতে পারে। মনের মানুষকে কাছে পেতে পারেন। প্রেম যোগ আছে। জাতিকারা কর্ম ক্ষেত্রে সফলতা লাভ করবেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। নিরামিষ খান। গবাদি পশুকে খাদ্য দান করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৮

সম্পত্তি নিয়ে গুরুজনের সঙ্গে মতবিরোধ। কর্মস্থলে সহকর্মীদের শত্রুতা থেকে সাবধান থাকুন। কর্মে পদোন্নতির যোগ এবং কাজের কারণে কিছুদিনের জন্য স্থানান্তর যেতে হতে পারে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। জাতিকারা চক্রান্তের শিকার হতে পারেন। অহেতুক গঞ্জনা আপনাকে মর্মাহত করবে।

টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারু চিনি এবং মধু সেবন করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৫

অতিরিক্ত চিন্তা শারীরিক অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে।   কেমিক্যাল, এজেন্সিমূলক ব্যবসায়ে মুনাফা হবার যোগ আছে। পারিবারিক কলহ বাড়তে পারে। প্রেম নেই। জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কের ক্ষত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: ধর্ম গ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশে সুগন্ধি ধুপ নিবেদন করুন। গরীবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।  

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং: সাদা,  শুভ সংখ্যা : ১৯

আজ সমস্ত হতাশা কাটিয়ে নতুন উদ্যমে দিনটি শুরু করুন। আপনার জন্যে অপেক্ষা করছে সাফল্য। কর্মক্ষেত্রে কোনো বিষয়কে ঘিরে অযথা জটিলতা সৃষ্টি হতে পারে। তবে তা বিকেলে কেটে যাবে। জাতিকাদের ক্ষেত্রে সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষা আগ্রহ আনন্দিত করবে। পিতার হঠাৎ স্বাস্থ্যহানির আশঙ্কা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন।

টোটকা: পাখিকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ২

অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে সমস্যায় ফেলতে পারে। । বিদ্যার্থীরা মানসিক চঞ্চলতার কারণে সঠিকভাবে পড়াশুনাতে মনোযোগ দিতে  পারবেন না। জাতকরা স্ত্রীর সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। জাতিকাদের ক্ষেত্রে সন্তানের মেধার বিকাশ ও উচ্চশিক্ষা আগ্রহ আপনাকে আনন্দিত করবে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামী, শুভ সংখ্যা : ৯

গুরুজনের সঙ্গে ব্যবসায়ী সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হতে পারে। পোশাক শিল্পের  সাথে যুক্ত কর্মে পুরস্কার  লাভের যোগ আছে। জাতিকারা পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে পারেন। জাতিকাদের কর্মক্ষেত্রে একসঙ্গে নানারকম দায়িত্ব পালনে সফল হওয়ার কারণে পদোন্নতির সুযোগ আসতে পারে।

টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশী,  শুভ সংখ্যা : ১১

পিতা ও সন্তানের সম্পর্কে আত্মভিমান সমস্যা নিয়ে আসতে পারে। সন্তানের ব্যবসায়ে আর্থিক বিনিয়োগ না করাই ভালো। স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হলেও সতর্কতা আবশ্যক। আজ আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা মুশকিল হবে। জাতিকাদের পারিবারিক সমস্যায় জটিলতা বাড়তে পারে।

টোটকা: কাক-পক্ষীদের দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।