ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

খোলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দিতে হবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, মার্চ ১৪, ২০১৪
খোলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে দিতে হবে

ঢাকা: দলে খেলোয়াড়দের নিজের মতো করে খেলতে দেওয়ার জন্য বিসিবিসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র মন্ডল আরিফুল ইসলাম।

শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

 

আরিফ বলেন, সরাসরি আঘাতের চেয়ে মানসিক আঘাত সবচেয়ে বেশি ক্ষতি করে। ক্রিকেট বোর্ডের চাপসহ সংশ্লিষ্টদের চাপ ও দর্শকদের বিভিন্ন বাজে মন্তব্যের কারণে খেলোয়াড়রা মানসিক চাপে থাকেন। এতে তারা নিজের মত করে খেলতে পারে না। সার্বিকভাবে গোটা টিমের পারফর্মমেন্স খারাপ হয়।

তাই ক্রিকেটারদের গঠনমূলক সমালোচনা ও তাদেরকে পরামর্শ দিয়ে উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।