ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

জিয়াকে দলে চান সাইফ, সাখাওয়াত ও আজাদ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মার্চ ১৪, ২০১৪
জিয়াকে দলে চান সাইফ, সাখাওয়াত ও আজাদ

ঢাকা: দলের বর্তমান অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলে অলরাউন্ডার জিয়াউর রহমানকে রাখার অনুরোধ জানিয়েছেন পুরান ঢাকার ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইফ জামান, আবুধাবি প্রবাসী সাখাওয়াত হোসাইন এবং মো. আজাদ হোসেন।    
 
শুক্রবার বাংলানিউজের ‘কেমন ক্রিকেট চাই’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে বাংলানিউজের এই পাঠকরা নির্বাচকদের প্রতি জিয়াকে দলে রাখার আহ্বান জানান।

জিয়ার মতো মারকুটে ব্যাটসম্যান (Hard hitter) ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট জমে না বলেও মন্তব্য করেন তারা।

সাইফ জামান বলেন, টি-টোয়েন্টি স্কোয়াডে জিয়াউর রহমানকে রাখা হয়নি- এ বিষয়টা সত্যি অনেক বেশি  বিস্ময়কর। শেষ কয়েকটা ম্যাচে তিনি খুবই ভালো খেলেছেন। আর টি-টোয়েন্টির জন্য তার মতো একজন খেলোয়াড়কে অবশ্যই দরকার । তার ব্যাটিং আর বোলিং দু’টোই ফরহাদ রেজার চেয়ে অনেক বেশি ভালো।

তাই ফরহাদ রেজাকে বাদ দিয়ে অবশ্যই জিয়াকে দলে নেওয়ার দাবি জানান এই শিক্ষার্থী।

দলের বর্তমান অবস্থা সম্পর্কে সাইফ জামান মনে করেন, নাসিরের পারফরমেন্স খুবই খারাপ। শেষ কিছু খেলা দেখে মনে হয়নি, তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। যতোটুকু মনে হয়েছে তার মধ্যে একটা অহঙ্কারি ভাব এসে পড়েছে। এ জিনিসটার পরিবর্তন খুবই দরকার।

তিনি বলেন, শেষ কিছু ম্যাচে অবশ্যই আমরা বেশ ভালো খেলেছি। বড় টার্গেটও দিয়েছি। কিন্তু তারপরও হেরেছি। আমরা একসঙ্গে সব সেক্টরে ভালো করতে পারছি না। বিশেষ করে বোলিং আর ফিল্ডিংয়ের অবস্থা বেশি খারাপ। আমরা যতো বড় টার্গেটই দেই  না কেন, ওই দুই জায়গায় ভালো করতে না পারলে কোনো লাভ হবে না, যা আমরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই দেখেছি।

এজন্য টাইগারদের প্রতি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং-ফিল্ডিংয়েও সমান নজর দিয়ে ভালো করার অনুরোধ জানান তিনি।  

জিয়াকে দলে নেওয়ার সপক্ষে আবুধাবি প্রবাসী সাখাওয়াত হোসাইন মন্তব্য করেন, আমার মতে, জিয়ার সাম্প্রতিক পারফর্মেন্সে বিবেচনা করে তাকে দলে নিয়া উচিৎ। নির্বাচকরা ফরহাদ রেজাকে কেনো দলে নিলেন, তা আমার বোধগম্য নয়। আমার মতে রিয়াদ ঠিকই আছেন। আর আমার মনে হয়, ইদানিং নাসির খেলার প্রতি মনোযোগী নন। আর ২/১ ম্যাচ দেখে তাকে বিশ্রাম দেওয়া দরকার।

তবে জিয়াকে নাসিরের পরিবর্তে দলে নেওয়ার পক্ষপাতী   মো. আজাদ হোসেন। আজাদেরর মতে, নাসিরের বর্তমান যে পারফরমেন্স, তাতে আমার মনে হয়, তাকে দুই এক ম্যাচ না খেলানোই উচিৎ। তার পরিবর্তে জিয়াকে নেওয়া ভালো হবে।   

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভ কামনা করেন তিনজনই।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।