আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
সোমবার, তারিখ- ১৭/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
দক্ষিণ-পশ্চিম দিক আপনার ভাগ্যের দরজা খুলে দেবে। লগ্নের অধিপতি চন্দ্র হওয়ায় আপনার উন্নতির যোগ আছে।
টোটকা: বাড়ি থেকে বের হওয়ার সময় মুখে সামান্য চিনি বা মিছরি মুখে রাখুন।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৪
অকারণ ভুল চিন্তা থেকে কোনো শুভ কাজে মন দিতে পারবেন না। তবে ছাত্রদের জন্য দিনটি উৎসাহবর্ধক হয়ে দাঁড়াবে। ব্যবসায়ী ও চাকরিজীবীদের সারাদিন নানা রকম ঝামেলার মধ্যে কাটলেও রাতের দিকে অপ্রত্যাশিত শুভ পরিবর্তন দেখা দেবে। উদ্দেশ্য পূরণ করতে আপনাকে নমনীয় হতে হবে। প্রেমের ক্ষত্রে দিনটি শুভ হলেও দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা আসতে পারে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৮
দিনের শুরু হবে বেশ সাফল্যপ্রদভাবে। ঘরে বাইরে নিশ্চিন্তে দিনটা কাটাতে পারবেন। বিকেলের পর থকে আপনি নিজেই শুভ পরিবর্তনগুলি অনুভব করতে পারবেন। কর্মস্থলে সুনাম অর্জন করতে পারবেন। আজকের দিনে সুচারু বাক্যের প্রয়োগে আপনি অশান্ত পরিবেশকে নিজের আয়ত্তে আনতে পারবেন। ছাত্ররা আজকের দিনে পরিশ্রমের সুফল পেতে পারেন।
টোটকা: কাজের টেবিলে পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১
আজকের দিনে আপনার কাজের ব্যস্ততা আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে। মনে রাখবেন আপনার ধৈর্যের উপর আপনার বাড়ির পরিবেশ নিয়ন্ত্রিত হবে। কোনোরকম গুরুত্বপূর্ণ বিষয়ে অনর্থক মনে কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীরা খরিদ্দারের অভিযোগের মুখোমুখি হতে পারেন। সমাজকর্মীদের কাছে দিনটি নতুন দরজার সন্ধান দিতে পারে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১৮
ব্যবসায়ীরা জোর করে কর্মীদের দিয়ে কাজ করাতে চেষ্টা করলে সফল হবেন না। উপরন্তু কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। কোনো ব্যক্তিকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে নিন সেটি রাখতে পারবেন কিনা। অন্যায্য ব্যয় আটকাতে চেষ্টা করলেও আপনি আটকাতে পারবেন না।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২
কর্মক্ষেত্রে সফলতা লাভ করতে হলে আপনাকে আরও নিজেকে সময় উপযোগী করে তুলতে হবে। মাতৃস্থানীয়া কোনো ব্যক্তির সাহায্য আজকের দিনে আপনার কাজের ক্ষেত্রে উপযোগী হয়ে উঠবে। পরিস্থিতি আগে থেকে অনুধাবন করার চেষ্টা সফল হবে। মঞ্চের সঙ্গে যুক্ত পেশাদারদের নতুন সফলতা আসতে পারে।
টোটকা: শোবার ঘরে ঠিক বিছানার পূর্ব পাশে একটি পিতলের পাত্রে জলে কিছু সাদা ফুল রাখলে উপকার পাবেন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা: ১৮
কাজের ব্যস্ততায় শরীরের প্রতি অবহেলা করার ফলে সমস্যা দেখা দিতে পারে। কর্মস্থলে পাওয়া দায়িত্ব পালন করা আপনার পক্ষে মুশকিল হতে পারে। তবে আশ্চর্যজনকভাবে আপনার কথা সবাই মেনে নেবে। ব্যবসায়ীরা প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন। প্রেম নিয়ে কোনো সমস্যা দেখা দিলে পরস্পর বসে আলোচনা করুন। প্রেমজনিত সমস্যা অমূলক কারণে জটিল হয়ে উঠতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা: ১৮
ব্যবসায়ীদের জন্য দিনটি কিঞ্চিৎ কঠিন। ব্যবসাজনিত আইনের প্যাঁচ বুঝতে না পারার ফলে কিছু সমস্যা হতে পারে। আপনার নিজের করা ভুলের খেসারত আর্থিকভাবে দিতে হতে পারে। রাশিচক্রে রবির অবস্থানের ফলে কর্মক্ষেত্র উন্নতি সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা আসতে পারে।
টোটকা: কুকুর ও গবাদি পশুদের খাদ্য দান করুন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৫
সোজা সাপটা পদ্ধতি বদলে প্রেমের জন্য কিছুটা ঘুর পথে এগোতে হতে পারে। অর্থনীতিক দিক থকে সুবিধা হতে পারে। তবে আপনার শত্রুপক্ষকে দুর্বল বা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ছাত্রদের শিক্ষার বিষয় স্বাভাবিক থাকলেও মনে বাহ্যিক কারণে চাঞ্চল্য আসবে। কোনো সজ্জন ব্যক্তিদের সাথে যোগাযোগ হতে পারে।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিয়ে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
রাশিফলে কিছু শুভযোগ ও কিছু অশুভযোগ দেখা যাচ্ছে। শুভযোগের ফলে পারিবারিক সুখ ও ধন লাভ হতে পারে। আর মঙ্গলের সামান্য কিছুটা অশুভ যোগের ফলে সমস্যা দেখা দিতে পারে শরীরে। আপনাকে মানসিকভাবে পরিপূর্ণ মনে হওয়ায় সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে। তবে শারীরিক কারণে কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। প্রেমযোগ আছে। তবে প্রেম নিয়ে আপনার মনে কিছুটা উদাসীনতার জন্ম হতে পারে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
আজকের দিনে বিভিন্ন জায়গায় আপনার যাওয়া-আসা করতে হবে। বেশ কিছু জায়গায় আশানুরূপ ফল না পাওয়ায় আপনি হতাশ হবেন। তবে বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। পরিবারের কারো জন্য চিকিৎসকের সাহায্য নিতে হতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
রাশিচক্রে বুধের কুপ্রভাবে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। ঝোঁকের মাথায় কিছু অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। দিন বিশেষ কোনো সময় প্রিয়জনের ব্যবহারে নিজেকে অসহায় মনে হতে পারে। অতিরিক্ত পরিশ্রম করলেও ফলাফল লাভের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনা আছে।
টোটকা: একটি হরিতকি গোলাপ জলে ধুয়ে পরিষ্কার সাদা কাপড়ে বা রুমালে মুড়ে নিজের কাছে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪