ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

বুধবার

নাগরিক মন্তব্যে বিদ্যুতের দাম

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, মার্চ ১৮, ২০১৪
নাগরিক মন্তব্যে বিদ্যুতের দাম

কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো? এই প্রশ্নকে সামনে রেখে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ নাগরিকের ভাবনা তুলে ধরতে বাংলানিউজের এবারের ‘নাগরিক মন্তব্য’ আয়োজন। শুরু হবে ১৯ মার্চ বুধবার সকাল ১০টায়।

চলবে দুপুর ২টা পর্যন্ত। এই পর্বে বাংলানিউজের পাঠকরা সরাসরি জানাতে পারবেন দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তাদের মতামত। বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে তাদের প্রতিক্রিয়া।

পাঠকের প্রতিক্রিয়া ও প্রত্যাশা সরাসরি প্রকাশিত হবে বাংলানিউজের পাতায়। সঙ্গে থাকবে বিশ্লেষণ ও বিভিন্ন প্রশ্নের জবাব।

এ জন্য ওই সময়ে বাংলানিউজে উপস্থিত থাকবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, ক্যাব’র জ্বালানি উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুল আলম এবং বিদ্যুৎ ও জ্বালানি বিটের সাংবাদিক রফিকুল বাশার। সঙ্গে থাকবেন বাংলানিউজের জ্বালানি বিষয়ক টিমসহ অন্য কর্মীরা।

বরাবরের মতোই পাঠক সরাসরি ফোন করে কথা বলতে পারবেন এই টেলিফোন নম্বরগুলোতে- গ্রামীণফোন- ০১৭৯২১০৪৪৬২, রবি- ০১৮৫১৬৯২৩৬৭, এয়ারটেল- ০১৬২১৭৪৬৯০৬, বাংলালিংক- ০১৯৫৩৮৬৫৩৮৫ ,ল্যান্ডলাইন ৮৪০২১৮১ ৮৪০২১৮২

পাঠক অ্যালার্ট কল দিলে ফিরতি কল করে কথা বলবেন বাংলানিউজের কর্মীরা। টেলিফোনেই জেনে নেবেন পাঠকের কথা।

পাঠক নিজেই মন্তব্য কিংবা প্রশ্ন লিখে ইমেইল করতে পারবেন- nagorikmontobyo@gmail.com এই ঠিকানায়।

পাঠকের মন্তব্য নির্ভুল ও সঠিকভাবে প্রতিবেদন আকারে অনলাইনে তুলে ধরতে সার্বক্ষণিকভাবে কাজ করবে বাংলানিউজ টিম।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।