আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
বুধবার, তারিখ- ১৯/০৩/২০১৪
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
পরিশ্রমের তুলনায় কম হবে অর্থপ্রাপ্তি। নতুন কিছু আশা করা আজকের দিনের জন্য বৃথা।
টোটকা: বাড়ির সদর দরজা থেকে দেখা যায় এমন জায়গায় একটি সাদা শঙ্খ রাখুন।
বৃষ: (২১ এপ্রিল –২১ মে) শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫
আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে শুধুমাত্র আপনার মধুর ব্যবহার। বুধের শুভ প্রভাবে আপনার কর্মসিদ্ধি এবং উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিকল্পনা মাফিক কথা বার্তার ফলে কোনো গোপন ও উপযোগী খবর লাভ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে পুরনো মনোমালিন্য মিটে যাবে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।
মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৭
সব কাজ একা দায়িত্ব নিয়ে না করে কিছু কাজ অন্যকে বুঝিয়ে দিন। গৃহ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। সম্ভাবনা আছে সুযোগ নষ্টের। বিকেলের আগে দরকারি কাজগুলি সেরে ফেলতে চেষ্টা করুন। প্রেমে অতিরিক্ত না হলেও বাধা আসতে পারে।
টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে একটি মাটির ডেলা সঙ্গে তিনটি তুলসী পাতা ও কিছু সাদা ফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখুন।
কর্কট: (২২ জুন –২২ জুলাই) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
পূর্ব-দক্ষিণ দিকটি আজ পানার পক্ষে শুভ নয়। পূর্ব-দক্ষিণ দিক থেকে বাধা আসতে পারে। মঙ্গলের শুভ ফলের প্রভাবে ঝুঁকি নিয়েও আপনি উতরে যাবেন। সন্ধ্যার দিকে শুভ ফল আসতে পারে। নতুন কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকলে প্রাপ্তির আসা করতে পারেন। ছাত্রদের জন্য দিনটি সাফল্যময় থাকবে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়ির সামনের দিকে তিনটি পাতি লেবু তিনটি লঙ্কা একটি সুতায় বেঁধে জুলিয়ে রাখুন।
সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং: গোলাপি, শুভ সংখ্যা: ১৯
নানা উপদ্রবে কাজের অগ্রগতি বোঝা যাবে না। দিনের প্রথম ভাগে নিজের নেওয়া সিদ্ধান্ত নিয়ে কিছুটা সংশয় থাকলে পরে দেখবেন আপনিই সঠিক। কিছুটা বিরুদ্ধ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। দুপুরের পর থেকে বাকি সময়টা আর্থিক যেকোনো বিষয় নিয়ে সতর্ক থাকুন। শারীরিক অবসাদ ও ফল স্বরূপ কাজে বিলম্ব দেখা দিতে পারে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।
কন্যা: (২৪ আগস্ট –২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২৩
কাল্পনিক দুশ্চিন্তা ছাড়া আপনার প্রতিটি পদক্ষেপই সঠিক হতে পারে। কর্ম সংক্রান্ত সুযোগ বাড়তে পারে। চন্দ্র কিছুটা দুর্বল থাকায় শরীরে সমস্যা দেখা পারে। গুরুত্বপূর্ণ যোগাযোগ হতে পারে। অপরিমিত ব্যয় ও পরে এই ব্যয় নিয়ে মনস্তাপ হতে পারে। আজকের দিনে ঋণ দিলে আগামী দিনে ফেরত পাওয়া কঠিন হতে পারে।
টোটকা: ভোরে শয্যা ত্যাগ করে সামান্য জলে ভেজান চাল চিবিয়ে ফেলুন।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৯
নিয়মের বাইরে গিয়ে নতুন কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন। নতুন যোগাযোগকে স্বাগত জানান। কোনো অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে। শুক্রের প্রভাবে শুভফল প্রাপ্তি হবে। পীতৃস্থানীয় কোনো ব্যক্তির উপদেশ মেনে নিন। সন্ধ্যার পর অবস্থা বুঝে ব্যবস্থা নিন। পূর্বের পাওনা কোনো অর্থ হঠাৎ করে পেয়ে যেতে পারেন।
টোটকা: সুগন্ধি মিশ্রিত জলে গোসল করুন।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: গোলাপি, শুভ সংখ্যা: ৮
কোনো ব্যক্তির মতাদর্শকে শ্রদ্ধা জানালেও তার সমস্ত কথা মেনে নেবেন না। আজকের দিনে আপনার নেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক ঝগড়া হতে পারে। অবশেষে আপনি আপনার মত প্রতিষ্ঠা করতে পারবেন। কাজে বাধা আসবে। বিকেলের পর শুভযোগ আসতে পারে। আশাপ্রদ যোগাযোগ, অর্থলাভ এবং সম্মানজনক উন্নতি হতে পারে।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৭
কাজের ফলাফল অতি ধীর গতিতে আসার ফলে অধৈর্য হয়ে পড়তে পারেন। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে চলতে হবে। গোটা দিনে অনিশ্চয়তা থাকলেও সহকর্মীদের দ্বারা উপকৃত হবেন। প্রেমযোগ আছে। ছাত্রদের জন্য দিনটি শুভ।
টোটকা: তুলসী রোপণ করুন। অথবা কোনো তুলসী গাছে জল দিন
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৮
চাহিদা মতো সবকিছু নাগালের মধ্যে থাকলেও মানসিক অস্বস্তি বজায় থাকবে। ব্যক্তিগত জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রেম নিয়ে মানসিক ধন্ধ বজায় থাকবে। ব্যক্তিগত দক্ষতার নিরিখে শুভ ফলাফল লাভ করতে পারেন। বিকেলের দিকে শত্রুপক্ষ সক্রিয় হতে পারে।
টোটকা: ডুমুর ও কাঁচা তেঁতুল মাটির ঘটে রেখে বাড়ির দক্ষিণে রেখে দিন।
কুম্ভ: (২১ জানুয়ারি –১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১২
ঝুঁকি নিয়ে কাজ করে সফলতা পাবেন। রবির প্রভাবে ব্যবসা ও কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। পরিবেশ আয়ত্তের মধ্যে থাকায় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। কোনো বিশ্বাসভাজন মানুষের কাছ থেকে পাওয়া খবরে আর্থিক লাভ হতে পারে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
এলোমেলোভাবে অর্থ ব্যয় হতে থাকবে। মাতৃস্থানীয়ার চিন্তায় কাজে মন দিতে অসুবিধা হবে। সন্তানের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনার ফলে মনে শান্তি পাবেন। চাকরিপ্রার্থীরা নতুন খবর পেতে পারেন। প্রেমযোগ আছে।
টোটকা: পাঁচটি বোঁটা যুক্ত পানের পাতার উপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে একটি পিতলের পাত্রে রান্না ঘরে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা. মার্চ ১৯, ২০১৪