ঢাকা: দাম বাড়ানোর আগে অবৈধ সংযোগ, চুরি ও বিদ্যুৎ অফিসের চলমান দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দরকার ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বেসরকারি কর্মকর্তা মোহাম্মদ বেলাল উদ্দীন।
বুধবার বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের দাম’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বেলাল উদ্দিন বলেন, এসব কর্মকাণ্ড বন্ধ করতে না পারলে বিদ্যুতের দাম বাড়িয়ে সমস্যা সমাধান করা যাবে না। অন্যথায় বিদ্যুতের দাম সামনে আরও বাড়বে।
বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ভোক্তাদের সৎ ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশব্যাপী চুরি ও অনিয়ম ঠেকাতে সাংবাদিক বা মিডিয়ার আরও আন্তরিক হওয়া দরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিভিন্ন ঘটনায় জড়িতদের শাস্তি দিলে দুর্নীতি কমবে, বিদ্যুতের দামও স্থিতিশীল হবে।
সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতাকে দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন বেলাল।
বাংলাদেশ সময়: ১০২৩ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪