ঢাকা: বিদ্যুৎ অফিসের অনিয়ম ঠেকাতে পারলেই দামে লাগাম দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের শিক্ষার্থী মো.শাহেদুল আলম ফাহিম।
‘কীভাবে দেখছেন বিদ্যুতের দাম’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে কীভাবে বিদ্যুত অফিসের অনিয়ম ঠেকানো যায় সে সম্পর্কে ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলো এক সঙ্গে জনবল নিয়োগ, বিদ্যুতের উন্নয়নমূলক কাজ করে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক জানান, বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলোর শুধু বিদ্যুৎ বিতরণ কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। জনবল নিয়োগ দেওয়ার বিষয়টি অন্যের হাতে দেওয়া উচিত। বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলো শুধু বিতরণের কাজ করবে।
সিস্টেস লস কীভাবে কমানো যায় সে ব্যাপারে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড. শামসুল আলম জানান, বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলোর মিটারিং ব্যবস্থা পর্যবেক্ষণ করার বিষয়টি অন্যের হাতে দেওয়া উচিত।
১১ কেভি থেকে ফিডার লাইনের প্রত্যেকটা লাইনে মিটার বসিয়ে তা যথাযথভাবে ক্রস চেকিং করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুতের অবৈধ সংযোগ বন্ধের ব্যাপারে এ বিষয়ে তদন্তের কাজটি বিদ্যুৎ বিভাগকে না দিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাজে দেওয়া উচিত বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪