ঢাকা: ভারসাম্য আনতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সরকার কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি বলে অভিমত ব্যক্ত করেছেন রংপুরের শিক্ষার্থী কামরুল হাসান।
বুধবার বাংলানিউজের ‘কিভাবে দেখছেন বিদ্যুতের দাম বাড়ানো’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি অভিমত ব্যক্ত করেন।
কামরুল বলেন, বিদ্যুৎ খাতে ভারসাম্য আনতে সরকারের বোধ করি এছাড়া করার কিছু ছিল না। আমার মনে হয়, সরকার কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি।
এছাড়া, ৩০-৩৫ ইউনিটের কম ব্যবহারকারী ভোক্তাদের বিনামূল্যে বিদ্যুৎ সেবা দেওয়ার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এমন সিদ্ধান্ত নিলে বিদ্যুৎ খাতে সম্পূর্ণ ভারসাম্য লক্ষ করা যাবে।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪