ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

ক্ষুদ্রকায় শামুকের সৌন্দর্য বাহার...

সোহেলুর রহমান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫৩, এপ্রিল ১৬, ২০১৪
ক্ষুদ্রকায় শামুকের সৌন্দর্য বাহার...

ঢাকা: আমাদের চারপাশে প্রকৃতিতে বৃহৎ নানা প্রাণীর পাশাপাশি বাস করে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্রকায় প্রাণী। সরল চোখে এগুলোর রূপ-রস-মাধুর্য্য আমাদের ভাবায় না।



কিন্তু এসব ক্ষুদ্রকার প্রাণীর রূপ-সৌন্দর্যও কম নয়, কম মোহনীয় নয়। ইউক্রেনের প্রকৃতি বিষয়ক আলোকচিত্রী ভেচেস্লাভ মেশচেঙ্কো তেমনি কিছু ক্ষুদ্রকায় শামুকের এমন কিছু ছবি তুলেছেন। যা যে কাউকেই মুগ্ধ করার মতো।



ব্যাঙের ছাতা খ্যাত ছত্রাকের চূড়ায় বসে স্ট্রবেরির নাগাল পেতে চাইছে ছত্রাকবর্ণের এই শামুক।



রঙিন পাপড়ির আড়ালে লুকিয়ে থাকা শামুকের উঁকি দিয়ে ধরা পড়ার মুহূর্ত।



জলরাশির ওপর মেলা পাতার আসন, মাথার ওপর মেলে রাখা মাকড়শার জাল আর শিশিরবিন্দুতে তৈরি শ্বেতশুভ্র ছাতা। যেন শামুক রাজ্যের রাজকন্যা বিহারে বের হয়েছে।



অনেক অপেক্ষার পর খাবার হাতের নাগালে আসার পর চুপিসারে এগিয়ে যাওয়া এবং ফুলের মধ্যে মুখ লুকিয়ে খাবার খাওয়ার মুহূর্ত।



সেতুবন্ধন রচনায় প্রাণান্তকর চেষ্টারত দুই উদ্যমী শামুক।



ভাসমান ফুলের সুঘ্রাণ নিতে গিয়ে হয়তো সুযোগ পেয়ে জলের তলে নিজের ছায়া দেখে মুগ্ধ শামুক।



দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল।



খাবারের সন্ধান পাওয়ার কিছু আগে ও পরের মুহূর্ত।



সকালের সোনা রোদে ব্যাঙের ছাতার ছাদে আড্ডারত দুই আমুদে শামুক।



ছোট্ট দুই শামুকের অব্যাহত দস্যিপনা।



অনেক দিনের বাঁধন ছিড়ে পৃথক হওয়ার মুহূর্তে বিদায়রত দুই শামুক বন্ধু।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।