পুরো শহরজুড়ে নীল রঙের ছোঁয়া। রাস্তাঘাট, দোকানপাট, বসতবাড়ি-সবই।

মরক্কোর উত্তর-পশ্চিমের চিফছাওয়েন শহরে দেখা যাবে এমনটি। পর্যটকদের জন্য দারুণ আকর্ষণীয় এ শহরটি রিফ মাউন্টেইনের প্রাণকেন্দ্র থেকে ডানে এবং ইক-ছাওয়া পর্বতশৃঙ্গের পাদদেশে অবস্থিত।

১৯৩০ সালে জার্মানির জিউইস শরণার্থীরা শহরটিতে প্রথম আস্তানা গাঁড়েন। পরে তাদের ঐতিহ্যের অংশ হিসেবে নীল আকাশ এবং আকাশের ওপাশে বসবাস করা স্বর্গের দেবতাকে স্মরণ করে তারা তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট সব নীল রঙে রাঙিয়ে তোলেন।

এই সম্প্রদায় বেশিদিন শহরটিকে আঁকড়ে ধরে রাখতে পারেনি। তবে বর্তমানে সেখানে বসবাসরত ৪০ হাজার মানুষ তাদের পূর্বসূরিদের ঐতিহ্য ধরে রেখেছেন।

পর্যটন ছাড়াও চিফছাওয়েন কারুপণ্য, উলের জামা, কম্বল কেনাকাটার জন্য জনপ্রিয় একটি স্থান। এ শহর ছাড়া মরক্কোর অন্য কোথাও এগুলো উৎপাদিত হয় না।
এছাড়া ছাগলের দুধের তৈরি পনিরের জন্যও শহরটি বিখ্যাত। আর মারিজুয়ানা চাষেও এগিয়ে আছে এ শহর।

শহরের পুরো আবহাওয়া এখনো প্রাচীন শহরের মতো। সম্মোহিত করা চিকন আকারের নীল গলিপথ প্রতিটি কোণায় ল্যাম্প বসিয়ে সাজানো। ঘরের দরজাগুলো খোদাই কাঠের। অনেক ঘরের সামনে আবার চোখে পড়বে আঙুরলতা।

সব মিলিয়ে নীল এই শহর সত্যি নতুন কোনো আগন্তুককে দেয় সম্পূর্ণ ভিন্ন স্বাদ।
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪