জাদুঘরে দুর্লভ, নতুন কিছু থাকবে এটাই স্বাভাবিক। জাদুঘরে দর্শনীয়, আকর্ষণীয় ভালো কিছু দেখার আশা করেন সবাই।
কিন্তু এবার খোঁজ পাওয়া গেল ভিন্ন এক চিত্র জাদুঘরের। সেখানেও দেখা মিলবে অনেক বিখ্যাত চিত্রকর্মের! তবে সেগুলো বিখ্যাত ভালোর দিক দিয়ে নয়, খারাপের দিক দিয়ে!

বোস্টনের ‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’ এমনই একটি জাদুঘর। চিত্রকলার রং রেখার সব সমন্বয়, বৈচিত্র্যেরই দেখা মিলবে এ জাদুঘরে। ছবিগুলো অন্য সব চিত্রকর্ম থেকে স্বতন্ত্রও বটে। তবে মানুষকে এ জাদুঘরে যেতে হবে ভালো ও খারাপ চিত্রকর্মের মধ্যে পার্থক্য বুঝতে–এমনটিই মনে করেন অনেক চিত্রকর্ম বিশেষজ্ঞ।

অন্যসব জাদুঘরে যখন সব বিখ্যাত ও সুন্দর চিত্রকর্মগুলো দেয়ালে টাঙানো থাকে, তখন ‘মিউজিয়াম অব ব্যাড আর্ট’-এ স্থান পাওয়ার জন্য খোঁজা হয় দুনিয়ার সবেচেয়ে খারাপ দেখতে, নন্দনতত্ত্বের দিক দিয়ে সবচেয়ে খারাপ, ফর্মের দিক দিয়ে সবচেয়ে দুর্বল চিত্রকর্মগুলো।

বলা হয়, আপনি যদি প্রচণ্ড শিল্পানুরাগী হয়ে থাকেন, কিংম্বা দেখতে চান পৃথিবীর সবেচেয়ে দুর্বল, হাস্যকর কিছু চিত্র তাহলে মিউজিয়াম অব ব্যাড আর্টের চেয়ে ভালো গন্তব্য আর নেই!

মোবা নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন চিত্র প্রদর্শনী থেকে দুর্বল ছবিগুলো সংগ্রহ করে তিনটি গ্যালারিতে প্রদর্শন করে। প্রতিষ্ঠানটি সবকিছু করছে ভালো বিনোদনের জন্য। বর্ণনা, গাইড বই এবং চিত্রগুলো প্রতিটিই আলাদাভাবে মজা ও চিত্তবিনোদনের শক্তি!

জাদুঘরের অনেক ছবি চিত্রকরের পরিবার থেকে দান করা হয়। আবার অনেক চিত্রকর্ম সংগ্রহ করা হয় শিল্পীদের বাড়িতে আবর্জনা হিসেবে পড়ে থাকা অবস্থায়। আরও মজার ব্যাপার, ফান হিসেবে এ জাদুঘরে মোনালিসার একটি সেলফ-পোর্ট্রেট রয়েছে!
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৪