ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

সুটকেস যখন যানবাহন!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, মে ২৯, ২০১৪
সুটকেস যখন যানবাহন!

ঢাকা: একটু অবসর পেলে কার না ভালো লাগে বেড়াতে যেতে। আর সেটা যদি হয় লম্বা ভ্রমণ? সমস্যা একটাই, লাগেজ বা সুটকেস।

ভাবলেই বিরক্ত লাগে এয়ারপোর্ট বা ট্রেন স্টেশনে সুটকেসটি টেনে নিয়ে যেতে হবে। এছাড়াও রয়েছে রাস্তায় নানা বিড়ম্বনা।

কিন্তু বিড়ম্বনাও কখনো সখনো আনন্দদায়ক হতে পারে তা প্রমাণ করেছেন সৌখিন আবিষ্কারক হি লাঙ্কাই। তার নতুন এ আবিষ্কার চমকে দেবে যে কাউকেই।

হি এমন একটি বৈদ্যুতিক সুটকেস আবিষ্কার করেছেন যে সুটকেস নিজেই এর ভেতরে থাকা মালপত্র নিয়ে যাবে।

কেবল টেনে নিয়ে যাওয়া থেকে মুক্তি নয়, সুটকেসের মালিক নিজেও ঘণ্টায় ১২ মাইলের বেশি গতিতে যেতে পারবেন সুটকেসে চেপে। আমেরিকায় ভ্রমণ করার সময় তিনি লাগেজ সংগ্রহ করতে ভুলে যান। এর পরে এমন একটি সুটকেট তৈরির আইডিয়া পান তিনি।

সুটকেসটির ওজন ১৫ পাউন্ড (৬.৮০৩৮৯ কেজি) । ছোট ব্যাটারিচালিত সুটকেসটি একবার পুরোপুরি চার্জ দিলে দু’জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ৩৭ মাইলের বেশি পর্যন্ত যেতে পারেন।

মোটরচালিত এ সুটকেসের চালক সুটকেসের হাতলেই পাবেন আলো, গতিবর্ধক ও গতিরোধক বোতাম। সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন তার গতি।

সুটকেসের কার্যকারিতা প্রমাণ করতে হি মধ্য চায়নার হুয়ান প্রদেশে তার বাড়ি থেকে চাংশা ট্রেন স্টেশন পর্যন্ত প্রায় সাত মাইল দূরে সুটকেসে চড়ে গিয়ে দেখান।

হি পেশায় একজন কৃষক। কাজের পাশাপাশি সুটকেসটি তৈরি করতে তার প্রায় ১০ বছর লাগে।

এর আগে ১৯৯৯ সালে গাড়ির নিরাপত্তার ব্যবস্থা আবিষ্কার করায় যুক্তরাষ্ট্র থেকে পুরষ্কিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।