ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর পদক্ষেপের পরামর্শ শরীফুরের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, জুন ১, ২০১৪
সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর পদক্ষেপের পরামর্শ শরীফুরের

ঢাকা: প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র শেখ শরীফুর রহমান।

রোববার বাংলানিউজের প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।



শাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র শরীফুর রহমান বলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি পত্র-পত্রিকায় ঢালাওভাবে লেখা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজেও প্রশ্ন দেখা যায়। তবে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। শিক্ষামন্ত্রীও বিষয়টি স্বীকার করছেন না।

প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন তিনি।

শরীফুর রহমান বলেন, শিক্ষামন্ত্রী কেন বিষয়টি স্বীকার করছেন না? তা কারও বোধগম্য হচ্ছে না।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যে হারে পাবলিক পরীক্ষা এবং চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তা জাতির জন্য খুবই ভয়ের। প্রতি বছর যেভাবে শিক্ষার হার বেড়েছে সেভাবে কী আদৌ শিক্ষার মান বেড়েছে? এভাবে ছাত্রদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি রাজনৈতিক কিনা তাও খতিয়ে দেখার বিষয়টিও জরুরি বলে মনে করেন শাবিপ্রবির এই ছাত্র।

প্রশ্নপত্র ফাঁমস রোধে তিনি মনে করেন, পরীক্ষার দিন সকালে প্রশ্নপত্রগুলো সরকারি গোপন মেইলে কেন্দ্র প্রধানদের কাছে পাঠানো উচিত। আর প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে গোপনে সেগুলো প্রিন্ট করলে ফাঁস কিছুটা কমতে পারে। এজন্য সিরকারসহ সংশ্লিষ্টদের অবশ্যই আন্তকরিকতা থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।