ঢাকা: অত্যাধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে এসে ১৫-২০ দিন আগে থেকেই প্রশ্ন তৈরি করে রাখাটা কি খুব জরুরি? এমনও তো হতে পারে, পরীক্ষার দিন সকালে একটি নির্দিষ্ট টিম বসে প্রশ্ন তৈরি করে তা ইমেইলের মাধ্যমে সারাদেশের কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেবে। সেই প্রশ্নই বড় ক্রিনে পরীক্ষার্থীদের সামনে প্রদর্শন করা হবে।
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে রাজশাহীর এম এ মুমীন প্রশ্ন ফাঁস রোধে এ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তাব রাখেন।
তিনি বলেন, ক্রমাগতভাবে প্রশ্ন ফাঁস বেড়েই চলেছে। জাতিকে মেধাশূণ্য করার এই খেলায় আমরা হতবাক ও আশ্চর্য হয়েছি। যারা সারা বছর পরিশ্রম করে ভাল রেজাল্ট করার জন্য প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে তাদের সেই পরিশ্রম ধূলায় মিশে যায়। তারা হতাশ হয়।
তিনি মনে করেন, প্রশ্নপত্র ফাঁস রোধে রাজনৈতি সদিচ্ছাই যথেষ্ট। দরকার সরকারের কঠোর নজরদারী।
কিন্তু আমরা দেখছি দিনের পর দিনের এ ঘঠনা ঘটছে। চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও সেটা হয়েছে। কিন্তু কেউ আটক হয় না, গ্রেফতার হয় না, কারো শাস্তি হয় না। এই যদি অবস্থা হয়, তাহলে অপরাধীরা তো বেপরোয়া হবেই।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ০১, ২০১৪