ঢাকা: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর পদত্যাগ কোনো সমাধান বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজশাহীর জুয়েল।
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ইমেইলে পাঠানো মতামতে জুয়েল বলেন, এই দেশে এটা স্বাভাবিক ঘটনা। দেশের ভবিষ্যত পঙ্গু করে দেওয়ার মতো ঘটনা। জাতীয় ইতিহাসে এটি সবচেয়ে বড় কেলেঙ্কারি। সারা বছর কঠোর পরিশ্রম করে প্রজন্ম ঠকছে এভাবে! প্রতিকার নেই কিছু, তবে কিছু পদক্ষেপ নিতেই হবে সরকারকে। পদত্যাগ হয়তো খুব সভ্য সমাজের ঐতিহ্য কিন্তু আমাদের দেশে পদত্যাগ কোনো সমাধান নয় ।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের করণীয় সম্পর্কে তিনি বলেন, এখন থেকে পরীক্ষার দিন সকালে সরকার প্রধানের অফিস থেকে ইমেইলের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নপত্র যাবে এবং হাই স্পিড প্রিন্টারে ৩০ মিনিটে ২০০০ কপি প্রিন্ট হয়ে যাবে, সেই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এতে যদি ২০ মিনিট আগেই প্রশ্ন ফাঁস হয়ে যায় তবুও কেউ সুবিধা করতে পারবে না। আর বেশি আগে ফাঁস হলে এর দায়ও চলে যাবে সরকার প্রধানের খাতে।
এসময় তিনি আক্ষেপ করে বলেন, আমরা কত দুর্ভাগা, এই দেশে প্রধানমন্ত্রীকে প্রশ্নপত্র নিয়েও কাজ করতে হবে!
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ০১, ২০১৪