ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রশ্ন ফাঁস হলে শিক্ষক আর শিক্ষার মান থাকে না

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, জুন ১, ২০১৪
প্রশ্ন ফাঁস হলে শিক্ষক আর শিক্ষার মান থাকে না

ঢাকা: প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষা এবং শিক্ষকের মান থাকে না বলে মনে করছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার একটি মাদ্রাসার সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম।

রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।



গণিত বিষয়ের শিক্ষক মিরাজুল বলেন, আমরা চাই সুশিক্ষিত ও মেধাবী জাতি গড়ে উঠুক। যারা আগামীর বাংলাদেশকে বিশ্বে নতুন পর্যায়ে নিয়ে যাবে। প্রশ্নপত্র ফাঁসের কারণে ছাত্রদের কাছে শিক্ষকদের কোনো মূল্য থাকে না, শিক্ষার মানও নিম্নের পর্যায়ে চলে যায়। পরীক্ষার দিন প্রশ্ন পাওয়া যায় মনে করে শিক্ষার্থীরাও ক্লাসমুখী হয় না।

প্রশ্ন ফাঁস বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস বন্ধে পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে ইমেইলে তা পাঠানো যেতে পারে। এরপর তা প্রিন্ট করে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই দায়িত্বরত কর্মকর্তাদের সৎ হতে হবে।   

মিরাজুল বলেন, আমরা চাই শিক্ষার মান ফিরে আসুক, জানার জন্য শিক্ষার্থীরা ক্লাসে আসুক, রেজাল্ট দিয়ে কোনো লাভ নেই।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।