ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রশ্নপত্র ফাঁস কি গণটুকাটুকির ‘প্রতিস্থাপন’!

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, জুন ১, ২০১৪
প্রশ্নপত্র ফাঁস কি গণটুকাটুকির ‘প্রতিস্থাপন’!

ঢাকা: আগে পাবলিক পরীক্ষায় ব্যাপকহারে গণটুকাটুকি (নকল) হতো, এখন কি সেই জায়গা দখল করে নিচ্ছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা?

রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে কামরুজ্জামান রিপন নামে এক যুবক এ প্রশ্ন তুলেন।

তিনি তাঁর লিখিত মন্তব্যে বলেন, বর্তমানে প্রশ্নপত্র ফাঁস বিষয়টি দেখে মনে হচ্ছে, আগের নকল ব্যবস্থা অনেক ভালো ছিল।

এতে অন্তত অনেকে পাস করলেও ভালো বা অনেক ভালো নম্বর পেত না। তবে মেধাবীরা তাদের মেধার যথাযথ মূল্যায়ন পেত।

“কিন্তু এখন প্রশ্নপত্র ফাঁস হওয়ায় মেধাবীরা তাদের প্রকৃত মেধার মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তারা তাদের মেধার মূল্যায়ন তো পাচ্ছেন-ই না বরং মানসিকভাবে ভেঙ্গে পড়ে অনৈতিক পথে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছেন। এটা জাতির ভবিষ্যতের জন্য কখনও ভাল হবে না। ”

কামরুজ্জামান রিপন সরকারকে অনুরোধ করে বলেন, তাই বর্তমান সরকারকে হাতজোড় করে বলছি, শিক্ষার পাশের হারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, দেশের উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করুন।

“আপনারা সবাইকে পাস করান কিন্তু শুধু মেধাবীরাই যেন এ বা এ প্লাস পায় সেদিকেও খেয়াল রাখুন। ”

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।