ঢাকা: আগে পাবলিক পরীক্ষায় ব্যাপকহারে গণটুকাটুকি (নকল) হতো, এখন কি সেই জায়গা দখল করে নিচ্ছে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা?
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে কামরুজ্জামান রিপন নামে এক যুবক এ প্রশ্ন তুলেন।
তিনি তাঁর লিখিত মন্তব্যে বলেন, বর্তমানে প্রশ্নপত্র ফাঁস বিষয়টি দেখে মনে হচ্ছে, আগের নকল ব্যবস্থা অনেক ভালো ছিল।
“কিন্তু এখন প্রশ্নপত্র ফাঁস হওয়ায় মেধাবীরা তাদের প্রকৃত মেধার মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তারা তাদের মেধার মূল্যায়ন তো পাচ্ছেন-ই না বরং মানসিকভাবে ভেঙ্গে পড়ে অনৈতিক পথে যাওয়ার জন্য উৎসাহিত হচ্ছেন। এটা জাতির ভবিষ্যতের জন্য কখনও ভাল হবে না। ”
কামরুজ্জামান রিপন সরকারকে অনুরোধ করে বলেন, তাই বর্তমান সরকারকে হাতজোড় করে বলছি, শিক্ষার পাশের হারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, দেশের উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করুন।
“আপনারা সবাইকে পাস করান কিন্তু শুধু মেধাবীরাই যেন এ বা এ প্লাস পায় সেদিকেও খেয়াল রাখুন। ”
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ০১, ২০১৪