কমলা দিয়ে সুন্দর বাতি হতে পারে। একথা অবিশ্বাস্য শোনালেও সত্যি।
উপকরণ: কমলা, ছুরি, অলিভ অয়েল।
কিভাবে বানাবেন: প্রথমে কমলাটিকে মাঝ বরাবর এমন ভাবে কাটুন যেন শুধু খোসা কাটে, কমলা নয়। এরপর খোসাটির ভিতরে আঙুল দিয়ে কমলা থেকে খোসাটি আলাদা করে ছাড়িয়ে নিন, লক্ষ্য রাখুন কমলার ভিতরের মোটা আশটুকু যেন আস্ত থাকে।
এবার কমলার খোসার মধ্যকার অংশটিতে ৩-৪ চামচ পরিমান অলিভ অয়েল ঢালুন। ব্যস তৈরি হয়ে গেল সুন্দর একটি কমলা বাতি। চাইলে এতে শেডও দিতে পারেন।
এটি ৬-৮ ঘণ্টা আলো দিবে আপনাকে, সেই সঙ্গে কমলার মিষ্টি সুবাস ছড়াবে।
বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জুন ০২, ২০১৪