ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

এক মিনিটেই কমলা বাতি!

রাবেয়া বসরি সুমি, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, জুন ২, ২০১৪
এক মিনিটেই কমলা বাতি!

কমলা দিয়ে সুন্দর বাতি হতে পারে। একথা অবিশ্বাস্য শোনালেও সত্যি।

নিত্যদিনের বিদ্যুৎ বিভ্রাটের এইসময়ে সবসময় মোমবাতি হাতের কাছে নাও থাকতে পারে। হাতের কাছে কমলা আর সঙ্গে একটু অলিভ অয়েল থাকলেই সুন্দর একটি বাতি তৈরি করা সম্ভব। কিভাবে??? আসুন দেখে নেই...

উপকরণ: কমলা, ছুরি, অলিভ অয়েল।  

কিভাবে বানাবেন: প্রথমে কমলাটিকে মাঝ বরাবর এমন ভাবে কাটুন যেন শুধু খোসা কাটে, কমলা নয়। এরপর খোসাটির ভিতরে আঙুল দিয়ে কমলা থেকে খোসাটি আলাদা করে ছাড়িয়ে নিন, লক্ষ্য রাখুন কমলার ভিতরের মোটা আশটুকু যেন আস্ত থাকে।   

এবার কমলার খোসার মধ্যকার অংশটিতে ৩-৪ চামচ পরিমান অলিভ অয়েল ঢালুন। ব্যস তৈরি হয়ে গেল সুন্দর একটি কমলা বাতি। চাইলে এতে শেডও দিতে পারেন।

এটি ৬-৮ ঘণ্টা আলো দিবে আপনাকে, সেই সঙ্গে কমলার মিষ্টি সুবাস ছড়াবে।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।