ঢাকা : ওকাতোবি ফ্লাওয়ারপিকার নামে সম্প্রতি নতুন প্রজাতির একটি পাখির সন্ধান মিলেছে ইন্দোনেশিয়ায়।
আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের একটি গবেষক দল ইন্দোনেশিয়ার ওকাতোবি দ্বীপ থেকে পাখিটি আবিস্কার করেছেন।
দ্বীপের নামানুসারে গবেষকরা এর নাম দিয়েছে ওকাতোবি।
গবেষকদল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দ্বীপগুলোতে ব্যাপক অনুসন্ধানের পর পাখিটি খুঁজে পেতে সমর্থ হয়।
তারা ধূসর রঙয়ের ফ্লাওয়ার নামে আরেকটি পাখি থেকে ওকাতোবিকে সাইজে একটু বড় ও স্বতন্ত্র দেখে একে বিরল পাখি হিসেবে চিহ্নিত করে।
ধূসর ফ্লাওয়ার এবং ওকাতোবি জিনগতভাবে ভিন্ন বলেও দাবি গবেষকদলের।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুলেওয়েসি অঞ্চলটি জী্ববৈচিত্র্যের জন্য বিখ্যাত একটি এলাকা। রঙ্গীন এ পাখিটি ওই অঞ্চল থেকেই আবিস্কার করেছেন ট্রিনিটি কলেজের গবেষকদল।
বাংলাদেশ সময় : ১১৩৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৪