ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

লাল সমুদ্রসৈকত!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৭, জুন ৭, ২০১৪
লাল সমুদ্রসৈকত!

কি দেখছেন? সমুদ্রসৈকতের বালু শুধুই লাল? চিন্তার কোনো কারণ নেই, চোখের ভ্রম নয়, দেখছেন ঠিকই। এটা চীনের পানজিন রেড বিচ।


2_2
তবে কোনো প্রথাগত বালির বিচ এটা নয়। এখানে আপনি দেখতে পাবেন না বালি। এক ধরনের সমুদ্র-শৈবাল ঢেকে রেখেছে পুরো বিচ এলাকা।
3_3
এই সমুদ্র-শৈবালকে বলা হয় সুয়েডা। এটা জন্মে মূলত এপ্রিল-মে মাসের দিকে।   গ্রীষ্ম পর্যন্ত থাকে সবুজ।
4_4_
যখন শরৎকাল আসে পুরো ভূমিরূপ পাল্টে যায়। রূপান্তরিত হয় কমলা রঙে। তারপর আস্তে আস্তে গোলাপি এবং লাল, যা আপনি নিজের চোখে ছবিতে দেখছেন।
5_5_
বিরল এই লাল বিচ দেখতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। বিচের ছোট একটি অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এসময়। সেটা আবার বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।