ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

নৌকা নয়, বাথটাব বাইচ!

আসিফ আজিজ, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৫, জুন ১১, ২০১৪
নৌকা নয়, বাথটাব বাইচ!

নৌকাবাইচের কথা আমরা সবাই জানি। রয়েছে পানিতে আরও নানা ধরনের প্রতিযোগিতা।

কিন্তু তাই বলে বাথরুমে গোসল করার বাথটাব দিয়ে ‘বাথটাব বাইচ’ প্রতিযোগিতা!



হ্যাঁ এমনটিই ঘটেছে বেলজিয়ামে। আপনার ব্যবহৃত পুরনো বাথটাবকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা করতেই পারেন এখন। কারণ বেলজিয়ামে প্রতিবছর অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল বাথটাব বাইচ।



৫০টির বেশি অদ্ভুতভাবে সাজানো বাথটাব এক কিলোমিটার দীর্ঘ এই রেসে প্রতিবছর অংশ নেয়। রাজধানী ব্রাসেলসের দক্ষিণের ডায়নান্ট শহরের মিউস নদীতে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।

বোটের গতি যদিও গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিযোগিতা হয় বাথটাব ব্যবহার করে সাজানো বোটেরও।



প্রতিযোগীরা তাদের বাথটাবকে সুশোভিত করবে সম্ভাব্য শক্তিশালী উপায়ে। কিন্তু এ প্রতিযোগিতার একটি মাত্র নিয়ম হলো- সাজানো বোটে অবশ্যই একটি বাথটাব, পানিতে ভাসার মতো কোনো উপকরণ এবং একজন মানুষই সেটা চালাতে পারবে।



প্রতিবছর আলাদা আলাদা থিম নিয়ে প্রতিযোগীদের বোট সাজাতে উৎসাহিত করা হয়।



এই বাইচ প্রতিযোগিতা ১৯৮২ সালে শুরু করেন   অদ্ভুতস্বভাবের একজন বেলজিয়ান। তিনি প্রথমে ৪০টি ব্যবহৃত বাথটাব কেনেন। পরে সেগুলো আগ্রহী ও তার মতো পাগলাটে স্বভাবের মানুষদের দেন নৌকা বানানোর জন্য। সেখান থেকে প্রতিবছর ১৫ আগস্ট এ প্রতিযোগিতা চলে আসছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।