ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

চীনে ৫২ কোটি বছর আগের দানবের জীবাশ্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, জুলাই ১৭, ২০১৪
চীনে ৫২ কোটি বছর আগের দানবের জীবাশ্ম

ঢাকা: চীনে খুঁজে পাওয়া গেলো ৫২ কোটি বছর আগের সাগরের দানবরূপী প্রাণীর একটি ফসিল বা জীবাশ্ম। এটি ক্যামব্রিয়ান যুগে সাগরের জলোচ্ছ্বাসে ভেসে এসে মাটিতে গেঁথে যায়।

তবে এখনো অত্যন্ত দর্শনীয়ভাবে জীবশ্মটি টিকে রয়েছে পৃথিবীতে।

৫২ কোটি বছর আগের দানবরূপী অন্যতম সেই শিকারি প্রাণীটির চোখ ও আশপাশের প্রত্যঙ্গ, বুকের পাঁজর, ধারালো বড় নখর চিহ্নিত করা গেছে।

প্রাণীটির জীবাশ্ম এত ভালোভাবে রাখা আছে যে নার্ভাস সিস্টেম, ব্রেনের বিভিন্ন অংশ এখনো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। সবশেষ কয়েক বছর গবেষকরা তিন প্রজাতির নতুন জীবপ্রজাতির জীবাশ্ম খুঁজে পেয়েছেন। সবগুলো জীবাশ্মই জীব অস্তিত্বের প্রথম সময়কার, যা পাওয়া গেছে চীনের বিভিন্ন প্রান্তে।

তবে বিজ্ঞানীরা এখনো এটা আবিষ্কার করতে পারেন নি যে প্রাণীগুলোর জীবনের সূচনা কীভাবে হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।