ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

৫০০ বার সংস্কার হয়েছে যে সেতু!

আবু তালহা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, জুলাই ২১, ২০১৪
৫০০ বার সংস্কার হয়েছে যে সেতু!

ঢাকা: কোসওসাকা সেতু। কেবল একটি সেতু নয়, এর মধ্য দিয়ে টিকে রয়েছে ইনকা জাতীর পাঁচশ’ বছরের ঐতিহ্য।




পেরুর কুজকো অঞ্চলে আপুরিমাক নদীর ওপর অবস্থিত সেতুটি একত্রিত করেছে পেরুভিয়ান পর্বতের পাদদেশে বসবাসকারী বিচ্ছিন্ন জনগোষ্ঠীদের।


সেতুটির বৈশিষ্ট্য হলো এটি হাতে তৈরি দড়ি থেকে নির্মাণ করা হয়। এক ধরণের বিশেষ ঘাস পাকিয়ে প্রথমে দড়ি এবং পরে সেতু বানানো হয়।


ঘাস থেকে তৈরি হলেও এটি দেখতে যেমন পাতলা, ঠিক তেমনই শক্তিশালী।


হাতে বানানো দড়ি থেকে নির্মিত বলে প্রতি বছরই বদলে ফেলতে হয় সেতুটি। গত পাঁচশ’ বছর এ ঐতিহ্য ধরে রেখেছে এরা।


১০০ ফুট লম্বা সেতুটি নির্মাণ করতে প্রায় হাজারের বেশি গ্রামবাসী অংশ নেয়।



তিন দিনব্যাপী কাজ করে পুরাতন সেতুটি খুলে নতুনটি ঝোলানো হয়। গ্রামবাসী মিলে একত্রে কাজ শেষে চতুর্থ দিন ইনকা জাতীর নানা সংস্কৃতির মধ্য দিয়ে উৎসব পালন করে তারা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।