চীনের দুর্গম তাইহাং পবর্তমালার পাদদেশে অবস্থিত রাস্তাটি তৈরি হয়েছে মূলত পাথর কুঁদে। সড়কটি পর্বতের ভেতরে অবস্থিত গ্রাম গুলিয়াংয়ে যাওয়ার একমাত্র পথ।
এই রাস্তা নির্মাণের আগে গ্রামটি ছিলো সভ্যতা থেকে প্রায় বিচ্ছিন্ন। পরে ১৯৭২ সালে গ্রামের বাসিন্দারা সোয়া কিলোমিটার দৈর্ঘে্যর রাস্তাটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
মূলত ছেনি ও বাটাল দিয়ে পাথর কেটে কেটে পর্বতের বুক চিড়ে বানানো হয় রাস্তাটি। রাস্তাটি নির্মাণের সময় মারা যায় কয়েকজন গ্রামবাসী। দীর্ঘ ৫ বছর চেষ্টার পর শেষ হয় রাস্তার কাজ। ১৯৭৭ সালে সড়কটিকে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।