ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৩

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, আগস্ট ১০, ২০১৪
ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৩ ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বড় যুদ্ধ।



১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন।

অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।

সম্প্রতি পূর্ণ হলো প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর। সে যুদ্ধের গুরুত্বপূর্ণ সব ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এর তৃতীয় পর্বে আজ থাছে ১০টি ছবি।

উত্তর ফ্রান্সে যুদ্ধের ফাঁকে ব্রিটেনের রয়্যাল আর্মির কর্মকর্তারা ঘুমিয়ে ও আরাম করে বিশ্রাম নিচ্ছেন। সময়কাল সেপ্টেম্বর ২, ১৯১৪।

জার্মান বাহিনী ঢুকে পড়ার আগেই বেলজিয়ামের অ্যান্টার্প শহরের একটি সেতু পার হওয়ার জন্য সংগ্রাম করছেন শরণার্থীরা। সময়কাল অক্টোবর, ১৯১৪।

বেলজিয়ামের অ্যান্টার্প শহর ছেড়ে যাওয়া বোট ধরতে সাধারণ মানুষের আকুতি! কেউ এসেছেন পায়ে হেঁটে, কেউ ট্যাক্সি, কেউ ঘোড়ার গাড়িতে। সঙ্গে সামর্থ্যের সবটুকু দিয়ে বয়ে আনা জিনিসপত্র। সময়কাল অক্টোবর, ১৯১৪।

জার্মান বাহিনীর অবরোধে শেষ বোটে বেলজিয়ামের অ্যান্টার্প শহর থেকে নারী ও শিশুদের সরিয়ে নেওয়া হচ্ছে। সময়কাল অক্টোবর, ১৯১৪।

হফস্টেড যুদ্ধের সময় রেললাইনের পাশে একটি পরিখায় অবস্থান নিয়েছেন বেলজিয়ান সেনা। সময়কাল অক্টোবর, ১৯১৪।

ক্রিসমাসের সময়। এক আহত ব্রিটিশ সেনা রেড ক্রস ও ব্রিটেনগামী ঘরে ফেরার ট্রেনের অপেক্ষায়। সময়কাল ডিসেম্বর, ১৯১৪।

উৎসবের মেজাজে একদল রাশিয়ান কোসাক সেনা। সময়কাল ডিসেম্বর, ১৯১৪।

ক্রিসমাসের দিনে সাময়িক যুদ্ধবিরতিতে ব্রিটিশ ও জার্মান সেনাদল। সময়কাল ডিসেম্বর, ১৯১৪।

ইংলিশ ফাইটার পাইলট ক্যাপ্টেন আলবার্ট বল বিমানের প্রপেলার ও স্পিনিং ক্যাপ ধরে আছেন। ৪৪টি যুদ্ধজয়ী ব্রিটেনের এ সেনা কর্মকর্তা ১৯১৭ সালের মে মাসে মাত্র ২০ বছর বয়সে নিহত হন।   

রাশিয়ান ঘোড়ার গাড়ি পোল্যান্ডের একটি নদী পার হচ্ছে। সময়কাল ডিসেম্বর, ১৯১৪।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।