ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

খেলার সঙ্গী চিতা! (ভিডিও)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৮, আগস্ট ১১, ২০১৪
খেলার সঙ্গী চিতা! (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: ভাবুন, জ্বল জ্বল চোখে ক্ষিপ্র গতিতে একটি কালো চিতা আপনার দিকে ধেয়ে আসছে! কী, ভাবতেও চান না তো? ঠিক, আমরা কেউ কল্পনাতেও এমনটা ভাবব না যে, একটি হিংস্র চিতা লাফিয়ে আমাদের ঘাড়ে উঠছে!

তবে একজনের নাম বলতে পারি, যার কাছে এটি রোজকার খেল‍া। নাম জুহি আগারওয়াল।


জুহি দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ‘চিতা এক্সপেরিয়েন্স’ নামে একটি সংস্থায় কাজ করেন।

ভিডিও সাইট ইউটিউবে জুহির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পারডাস নামের এই মেয়ে চিতাটি দৌড়ে এসে জুহির ঘাড়ে উঠছে। তিনিও আনন্দে চিতাটিকে আদর করে দিচ্ছেন।

চিতাটির জন্ম ২০১২ সালের মার্চ মাসে। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি পোস্ট করা জুহির এই ডিডিওটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ এটি দেখেছেন।  

অলাভজনক এ সংস্থাটি পারডাসকে জঙ্গল থেকে তাদের কাছে নিয়ে আসে। তাকে খাওয়ানোর জন্য যথেষ্ট মাতৃদুগ্ধ ছিল না পারডাসের মায়ের। সে আরেকটু বড় হলেই মা কালোচিতা ‘প্যান্থেরা’র কাছে ফেরত পাঠানো হবে।

এ বিষয়ে চিতা এক্সপেরিয়েন্স জানায়, বিপন্ন প্রাণীদের সংরক্ষণ করেন তারা। তবে তারা চিতার সংরক্ষণ ও প্রজননে বিশেষভাবে নজর দেন।



বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।