ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৪

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৫, আগস্ট ১২, ২০১৪
ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-৪

ঢাকা: ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বড় যুদ্ধ।



১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন।

অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা; যাদের বলা হতো মিত্রশক্তি।

সম্প্রতি পূর্ণ হলো প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর। সে যুদ্ধের গুরুত্বপূর্ণ সব ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এর চতুর্থ পর্বে আজ থাছে ১০টি ছবি।

অ্যামিয়েনস যুদ্ধের সময় ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন পঞ্চম কানাডিয়ান মাউন্টেড রাইফেলসের সদস্যরা। সময়কাল আগস্ট, ১৯১৮।


তুরস্কের হেলেসের মেইন ল্যান্ডিংয়ের উদ্দেশে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের ফুসিলিয়ারসদের একটি বোট। সময়কাল ২৫ এপ্রিল, ১৯১৫।


একটি অস্থায়ী সেতু পার হচ্ছেন বিট্রিশ সেনারা। সময়কাল ১৯১৫।


এক আহত জার্মান বন্দি সেনাকে পানীয় পান করাচ্ছেন একজন ব্রিটিশ সেনা। সময়কাল ১৯১৬।


স্কটল্যান্ডের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ‘এইচএমএস আর্গাস’র ডেক থেকে উড়ে যাচ্ছে একটি বাইপ্লেন। সময়কাল ১৯১৮।

কানাডিয়ান সেনারা তাদের মেশিনগানসহ ফক্স হোলে (আত্মরক্ষার ছোট গর্ত) অবস্থান নিয়েছেন। সময়কাল ১৯১৫। প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ৬০ হাজার কানাডিয়ান সেনা প্রাণ হারান।


তুরস্কের গাল্লিপলি পেনিনসুলায় আক্রমণে যাচ্ছেন ব্রিটেনের রয়্যাল নেভাল ডিভিশন। সময়কাল ১৯১৫।

লন্ডনের ট্রাফালগার স্কয়ারে নতুন যোগ দেওয়া সেনারা প্যারেডে অংশ নিয়েছেন। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৫।


পোল্যান্ডে একটি অস্থায়ী রেললাইনের ওপর দিয়ে অস্ত্রবাহী একটি যান টেনে যাচ্ছেন সেনারা। সময়কাল ১৯১৫।

ওয়েস্টার্ন ফ্রন্টে যুদ্ধরত একটি ‘এ এমকে-১’ ট্যাংক। সময়কাল নভেম্বর, ১৯১৬।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।