ঢাকা: ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বড় যুদ্ধ।
১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন।
অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা; যাদের বলা হতো মিত্রশক্তি।
সম্প্রতি পূর্ণ হলো প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর। সে যুদ্ধের গুরুত্বপূর্ণ সব ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এর পঞ্চম পর্বে আজ থাকছে আরও ১০টি ছবি।

জল-কাদার মাঠে সরঞ্জামসহ ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন এক সেনা।

গিলেমন্ট যুদ্ধে ফ্রান্সের গিলেমন্ট রাস্তার পাশে জার্মান সেনাদের মরদেহ। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৬।

ফ্রান্সের মার্সেইলেস রেস্ট ক্যাম্পে এক ভারতীয় সেনা তার সহযোদ্ধাকে দাঁড়ি কামিয়ে দিচ্ছেন। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৬।

বেলজিয়ামের রয়েল প্যালেসের সামনে বেলজিয়ান সেনাদের ইংলিশ নার্সের অভিবাদন। সময়কাল আগস্ট, ১৯১৪।

একটি যুদ্ধপোকরণ প্রস্তুতকারী কারখানায় বোমা তৈরি করতে কাজ করছেন নারীরা। সময়কাল মার্চ, ১৯১৬।

ফ্রান্সের সেইন্ট-পল-সার-টেমইস এর কাছে কানাডিয়ান সেনাদের একটি প্রশিক্ষণ সেশন। সময়কাল অক্টোবর, ১৯১৬।

ফ্রান্সে এক ব্রিটিশ প্রহরী তার পদের দরুণ একাকী দাঁড়িয়ে আছেন। সময়কাল মার্চ, ১৯১৫।

ছয় ফুট উঁচু দেয়ালের উপর একটি ফরাসি রেড ক্রস কুকুর। যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের খোঁজার জন্য এদের ব্যবহার করা হতো। সময়কাল এপ্রিল, ১৯১৫।

জার্মানদের আক্রমণে ধ্বংসপ্রাপ্ত বেলজিয়ামের একটি গ্রামের নারীরা। নিজের বাড়ির ধ্বংসস্তূপ থেকে অক্ষত কিছু পাওয়া যায় কিনা খুঁজছেন।

‘সম্মে’ যুদ্ধের সময় ওয়েস্টার্ন ফ্রন্টে শত্রুকে লক্ষ্য করে ছয় ইঞ্চি একটি ব্রিটিশ হেভি গানের আক্রমণ। সময়কাল জুন, ১৯১৬।
বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪