মুখস্থকে না বলুন। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মুখস্থকে প্রধান্য দেয়া হলেও উন্নত বিশ্বে এর কোনো গুরুত্ব নেই।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মুখস্থের মাধ্যমে পরীক্ষায় ভালো করা গেলেও বাস্তবে এর ফলাফল অনেকটাই শূণ্য। কারণ মুখস্থ করলে শিক্ষার্থী তার পড়ার মূলতত্ত্ব ধারণ করতে পারে না।
মুখস্থ করার অভ্যাস থেকে বের হওয়ার ১০ টি টিপস:
১. ক্লাসে শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনা ও নোট নেয়া।
২. বই থেকে বিষয়গুলো মনোযোগ সহকারে ৪-৫ বার পড়া।
৩. গণিতের মত হলে দেখে দেখে ৪-৫ বার লেখা।
৪. পড়ার পর বিষয়টি নিয়ে চিন্তা করা।
৫. বিষয়টির ওপর নিজেই প্রশ্ন তৈরি করে নিজেই উত্তর দেয়া।
৬. যে কোন বিষয়ের সঙ্গে চারপাশের কোন কিছুকে উদাহরণ হিসেবে বেছে নেয়া।
৭. বুঝতে সমস্যা হলে শিক্ষক, উপরের শ্রেণীর শিক্ষার্থী বা বন্ধুদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা।
৮. নোট বই না পড়ে নিজের মত করে নোট লেখা।
৯. পরীক্ষায় বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে নিজের মত করে উত্তর লেখা।
১০. চিন্তা শক্তি বৃদ্ধি করা। কারণ চিন্তা শক্তি বৃদ্ধির মাধ্যমেই মুখস্থকে না বলা সম্ভব।