ঢাকা: দেখতে দেখতে শেষ হয়ে এলো বছর। কয়েকদিন বাদেই ২০১৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করবে বিশ্ববাসী।

দক্ষিণ-আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক। গাড়ি ভর্তি সড়কে নেমে শিকারে মত্ত সিংহরাজ। গাড়িতে বসে থাকা যাত্রীরা হতবাক পথিমধ্যে বন্য লড়াই দেখে।

অ্যাসলে কার্পিয়েল। ৩২ বছর বয়সী এ নারী ফাইব্রোডিসপ্লেসিয়া ও সিফিকেনস প্রোগ্রেসিভা রোগে আক্রান্ত। বংশগত এ রোগে পেশী হাড়ে রূপান্তর হয়ে যায়। কিন্তু তাতে অ্যাসলে থেমে নেই।

১২ মিটার ঢেউয়ের নিচে বেসামাল এক সার্ফার। জায়গাটা হাওয়াইয়ের মাউইতে।

গ্রিন ট্রি ফ্রগটা বোধহয় এভাবেই ব্যায়াম করছিলো। চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়া থেকে তোলা হয়েছে ছবিটি।

মাল্টা দ্বীপে স্থানীয় জলাশয়ে উড়ন্ত ডাইভ দিয়ে সাঁতারের প্রস্তুতি নিচ্ছেন এই ব্যক্তি ও তার পোষা কুকুর।

রোমারিও দস সান্তোস আলভেস। ব্রাজিলের এ বডি বিল্ডার তার হাতের পেশীকে সুঠাম দেখাতে ইনজেশনের মাধ্যমে বাহুতে তেল প্রবেশ করান। যদিও এ পদ্ধতি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।

ভানুয়াতুর লাভা হ্রদে অ্যাডভেঞ্চারার স্যাম কসম্যান।

হাতিকে কব্জা করতে শুর কামড়ে দিলো কুমির! দক্ষিণ আফ্রিকার সাবি স্যান্ডস রিজার্ভ থেকে তোলা ছবি।

মেলানি গেইডস। বিরল জেনেটিক অসুস্থতার কারণে তার চুল, দাঁত ও ত্বকের পূর্ণ বিকাশ হয়নি।

তেড়ে যাওয়া মহিষের কবলে পড়ে সিংহ নিজেই উঠলো গাছে। চলতি বছরের মার্চে কেনিয়ার মাসাই মারা থেকে তোলা হয় ছবিটি।

কলোম্বিয়ায় নিজ বাড়িতে জুলি সাংউইনোর মেকওভার। বিরল জেনেটিক অসুস্থতার কারণে ২৫ বছর বয়সী জুলির হাত ও পায়ের সম্পূর্ণ বিকাশ হয়নি। যার ফলে স্কুলেও তাকে কম হয়রানির শিকার হতে হয়নি।

ঢাকার ট্যানারিতে কর্মরত এক শিশুশ্রমিক। ওর নাম মিরাজ। বয়স ১১ বছর।

দু’পা ছাড়াই কেয়া সেজার জন্ম। কিন্তু পায়ের অভাব তার সফল মডেলিং ও স্পোর্টস পারদর্শিতায় প্রতিবন্ধকতা হতে পারেনি। ক্যালিফোর্নিয়ায় স্বতঃস্ফূর্ত স্কেটবোর্ডিংয়ে মগ্ন ২২ বছর বয়সী এ সুন্দরী।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএমএন/এএ