ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ফিরে দেখা-২০১৫

বছরের সেরা-আলোচিত ছবি (পর্ব-২)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বছরের সেরা-আলোচিত ছবি (পর্ব-২) ছবি: সংগৃহীত

ঢাকা: দেখতে দেখতে শেষ হয়ে এলো বছর। কয়েকদিন বাদেই ২০১৫ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করবে বিশ্ববাসী।

বছরজুড়ে বিভিন্ন ঘটনার পাশাপাশি সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে ঝড় তুলেছে বেশ কিছু ছবি। আলোচিত সেসব ছবি নিয়ে দুই পর্বের ধারাবাহিকের শেষ পর্ব-


সেমিকা কার্লস নামের এ নারীর বিশ্বাস তিনিই প্রথম গাড়ির নিচে শিমি নাচ করেছেন। চলতি বছরের শুরুতে নিউ ইয়র্ক থেকে ছবিটি তোলা হয়।


আকাশ জ্বালানো বজ্রপাত! জায়গাটি দক্ষিণ-আফ্রিকার জোহানেসবার্গ।


একশো ৭৫ পাউন্ড বা ৮০ কেজি ওজন এই কুকুরটির। নিউ হ্যাম্পশায়ারে ২২ ফেব্রুয়ারি ছবিটি তোলা হয়। সোফায় কুকুরটির সঙ্গে রয়েছেন মারলন ও জর্ডান গ্রেনান।


ভারতের লুধিয়ানার জাপ্রিত সিং কার্লা। দু’হাত পেছনে পেঁচিয়ে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের কোমর জড়িয়ে ধরতে পারেন তিনি।


শ্বাসরোধ হওয়ার মতো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দৃশ্য। সিসিলির মাউন্ট এতনা আগ্নেয়গিরির জ্বালামুখের ছবিটি ২০১৫ এর ৩ ডিসেম্বর তোলা।


পরিত্যক্ত দোতলা বাড়ির ছাদ থেকে টার্বোচার্জ অফ-রোড গাড়ির দুরন্ত লাফ!


আদ্রিয়েন লুইস। মিশিগানের টুইন লেকবাসী ১৮ বছর বয়সী এ নারীর ধারণা তিনিই বিশ্বের সবচেয়ে বড় জিহ্বার অধিকারী। তার জিহ্বা চার ইঞ্চি লম্বা।


বিশ্বের সর্বশেষ পুরুষ সাদা গণ্ডার। গার্ডদের সঙ্গে কেনিয়ার ওই পিজেতা কনজারভেনসির নিজ বাসস্থানে হাঁটছে।


ভারতের ভূপেন চন্দ্র দাস। আসামবাসী এই ভদ্রলোক সারা মুখমণ্ডলে সুই গেঁথে বিশ্ব রেকর্ড গড়েছেন।


আমেরিকায় সেবচেয়ে লম্বা পা কার? তার নাম লরেন উইলিয়ামস। লরেনের পায়ের দৈর্ঘ্য ৪৯ ইঞ্চি।   


ছোট্ট রঙিন ব্যাঙটির শখ হয়েছে কারও পিঠে চড়ার। সামনেই ছিলো হলুদ রঙের শামুকটি। তার পিঠেই চড়ে বসলো ব্যাঙ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।


লাওসের থাম কাওন জি বনের ভেতর বিশাল গুহার মুখ।


জনাতন পিত্রে। ১৪ বছর বয়সী কানডিয়ান এ কিশোরের শরীর ছেয়ে রয়েছে ফোসকার ক্ষত। এপিডার্মোলিসিস বুলোসায় আক্রান্ত বলে সূক্ষ্ম টোকা লাগা মাত্রই তার চামড়া খসে পড়ে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসএমএন/এএ

** বছরের সেরা-আলোচিত ছবি (পর্ব-১)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।