ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ভাষা সৈনিক মোহাম্মদ সুলতানের মৃত্যুবার্ষিকী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ভাষা সৈনিক মোহাম্মদ সুলতানের মৃত্যুবার্ষিকী মোহাম্মদ সুলতান

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার। ১৭ পৌষ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬০০ - ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
•    ১৮৫৭ - রানী ভিক্টোরিয়া কানাডার রাজধানী হিসেবে অটোয়াকে নির্ধারণ করেন।
•    ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাঙ্গেরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

জন্ম
•    ১৪৯১ - ফরাসি অভিযাত্রী জাক কার্তিয়ে। তাকে কানাডার অন্যতম আবিষ্কারক মনে করা হয়।

মৃত্যু
•    ১৯৮৩ – বাঙালি রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান। ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সংগঠক ছিলেন তিনি। এছাড়াও  সুলতান ১৯৪৬ সালে পাকিস্তানবিরোধী আন্দোলনে যোগ দেন। পরে ১৯৪৮  সালে রাজশাহী ভাষা আন্দোলন ও ছাত্র-আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।