ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ঝরঝরে সাদা জরিনার মুড়ি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
ঝরঝরে সাদা জরিনার মুড়ি  হয়ে গেল সাদা ঝরঝরে মুড়ি! ছবি: জিএম মুজিবুর

জ্বলন্ত চুলার ওপর মাটির পাতিল। পাতিলে গরম বালিতে ফুটছে চাল, হয়ে যাচ্ছে মুড়ি।  

ছবি: জিএম মুজিবুরখুলনার ডুমুরিয়ার রুদাঘরা গ্রামের জরিনা বেগমের (৪৫) বাড়ি। সেই বাড়ির বারান্দায় চলছে এই ঝরঝরে মুড়ি ভাজা।

ছবি: জিএম মুজিবুরমুড়ি ভাজতে কখনো দু’জনের কাজ একাই সাম‍াল দেন জরিনা। কখনো কখনো কেউ তার কাজে হাতও বাড়িয়ে দেয়।  

ছবি: জিএম মুজিবুর দিনের বেলা মাঠে করেন কৃষি কাজ। এর বাইরে অবসরটাকে বেছে নেন মুড়ি ভাজতে, নিজের জন্যও ভাজেন, অন্যের জন্যও ভাজেন।

ছবি: জিএম মুজিবুরপ্রতিদিন ২৫ কেজি চালের মুড়ি ভাজেন। ৫০ কেজির এক বস্তা চালের মুড়ি ভেজে পান ৩০০ টাকা।  

ছবি: জিএম মুজিবুরস্বামী মারা গেছেন। দুই ছেলে এক মেয়ে জরিনার। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে। বড় ছেলে ক্ষেত-খামার করেন। তাতেই চলছে জরিনার সংসার।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
জিএমএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।