বিপুল আনন্দ-উৎসাহের এই খেলাকে ঘিরে পুরো মাঠ জমে উঠতো। খেলার কোর্টের চারদিকে নানা বয়সী মানুষের সঙ্গে ভিড় জমাতো গাঁয়ের বোন-বধূরাও।
সম্প্রতি এমনই আয়োজন দেখা গেলো সিলেটের বালাগঞ্জের ঘরপুর এলাকায়। স্থানীয় যুবকদের এ আয়োজন দেখতে বিকেল বেলা ভিড় জমে যায় ঘরপুরে।
এতে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা বলছেন, ক্রিকেট-ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়ুক, কিন্তু গ্রাম-বাংলার ঐতিহ্য এই হা-ডু-ডু বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন উদ্যোগী হয়।
জেলা পর্যায় বা জাতীয়ভাবে নিয়মিত হা-ডু-ডু প্রতিযোগিতার আয়োজন হলে এতে আগ্রহী হবে প্রজন্মের কিশোর-তরুণেরা।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এইচএ/