ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলনে শহীদ হন আসাদ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলনে শহীদ হন আসাদ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জী মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২০ জানুয়ারি, ২০১৭, শুক্রবার। ৭ মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮১৭ - কলকাতায় যুক্তিবাদী বাঙালি তরুণদের পীঠস্থান হিন্দু কলেজ চালু হয়। পরে এর নাম হয় প্রেসিডেন্সি কলেজ।
•    ১৮৭০ - বেঙ্গল গেজেট প্রথম প্রকাশিত হয়।
•    ১৮৯২ - প্রথম বাস্কেটবল খেলা হয় আমেরিকার স্প্রিং ফিল্ডে।
•    ১৯২৫ - ব্রিটেন ও চীন পিকিং চুক্তি স্বাক্ষর করে।
•    ১৯৬৯ - তৎকালীন পূর্ব-পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশ) স্বৈরাচার আইয়ুব খানবিরোধী গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শহীদ হন আমানুল্লাহ আসাদুজ্জামান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই ঘটনা বেশ প্রভাব ফেলেছিল বলে মনে করা হয়। আসাদুজ্জামান শহীদ আসাদ নামেই পরিচিত। তাকে নিয়েই বাংলাদেশের আধুনিক কবি শামসুর রাহমান রচনা করেন ‘আসাদের শার্ট’ কবিতাটি।
•    ১৯৯৫ - পরিবশ দূষণের হাত থেকে তাজমহল রক্ষায় ভারতের সুপ্রিম কোর্ট ৮৪টি শিল্প কারখানা বন্ধের নির্দেশ দেয়।

ব্যক্তি
•    ১৯০২ - বিপ্লবী তুর্কি কবি নাজিম হিকমতের জন্ম।
•    ১৯২০ - ইতালীয় চলচ্চিত্র নির্মাতা ফেদেরিকো ফেলিনির জন্ম।
•    ১৯৮৪ - বিশ্বের সেরা সাঁতারু ও টারজান চরিত্রাভিনেতা জনি ওয়েসমুলারের মৃত্যু।
•    ১৯৮৯ - চলচ্চিত্রকার আলমগীর কবীরের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।