সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মহাসাড়ম্বরে সরস্বতীর পূজার আয়োজন করা হচ্ছে। ঢাবির বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট, জগন্নাথ হল চত্বরজুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭০টির বেশি প্রতিমা স্থাপন ও মণ্ডপ নির্মাণ করা হচ্ছে।
জগন্নাথ হল প্রাঙ্গণে মৃৎশিল্পীরা বিভিন্ন আকারের প্রায় ৬০টি প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন।
বাংলানিউজের সঙ্গে কথা বলেন প্রধান মৃৎশিল্পী পঞ্চানন পাল। তিনি জানান, জগন্নাথ হলে এই প্রতিমা বানানোর কাজ তিনি দীর্ঘ ২৫ বছর ধরে করে আসছেন। গোপালগঞ্জ থেকে তার ৮ সদস্যের কারিগর দল প্রায় এক মাস আগে ঢাকায় এসেছেন- পূজা উপলক্ষে।
পূজার দিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাসা ও পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন প্রথাও প্রচলিত আছে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানী ঢাকায় জগন্নাথ হল ছাড়াও রমনা কালী মন্দির, কলাবাগান মাঠ, পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতী বাজার, সূত্রাপুরসহ বিভিন্ন স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
আরআর/এটি