বুড়িগঙ্গার কালো জলে তখন ভাসছে ছোট্ট ছোট্ট নৌকা। লঞ্চের ফাঁকে ফাঁকে নৌকার মাঝিদের কেউ সওদা বিক্রি করছেন।
তবে ব্যতিক্রম একটি নৌকা! প্লাস্টিকের বোতলগুলো পানি থেকে তুলে নৌকায় ভরছেন এক মাঝি। দু’একজন জানালেন, বোতল কুড়াচ্ছেন, বিক্রির জন্য।
ব্যবসায়িক উদ্দেশ্য হলেও নদী দূষণের হাত থেকে তার এ কার্যক্রম প্রশংসা কুড়ালো তখন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের উপর থেকে ওই মাঝির বোতল সংগ্রহের ছবি তোলা সম্ভব হলেও কথা বলা সম্ভব হয়নি।
অল্প সময়ের মধ্যেই প্লাস্টিকের বোতলে ভরে গেছে ওই মাঝির ছোট নৌকাটি।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমআইএইচ/ওএইচ/