তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য স্থাপিত এসব ডাস্টবিন সঠিকভাবে ব্যবহার করছেন না নগরবাসী।
রাজধানীজুড়ে ডাস্টবিনগুলো হয়তো আক্ষেপের সুরে বলছে, নগরবাসী আমার ব্যবহার জানে না।
বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট আনোয়ার হোসেন রানার ক্যামেরায় উঠে এসেছে ডাস্টবিনগুলোর দশা।
ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের স্থাপিত মিনি ডাস্টবিনটির মুখ বেঁধে রাখার কারণে অনেকেই নির্ধারিত স্থানে ময়লা ফেলতে পারছেন না।
চুরি হওয়ার কারণে শুধু স্ট্যান্ডটি পড়ে রয়েছে রাজধানীর কারওয়ানবাজার সড়কের পাশে স্থাপিত ডাস্টবিনটি।
সংসদ ভবন এলাকায় দেখা যাচ্ছে অনেকে এসব ডাস্টবিনকে বিজ্ঞাপনের বিলবোর্ড হিসেবে ব্যবহার করছেন।
মিরপুর এলাকায় বাইসাইকেল রাখার কাজে ব্যবহার হচ্ছে ডাস্টবিন।
মিরপুর ১০ নম্বর থেকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে বিন না থাকায় স্ট্যান্ডের সঙ্গে ফুটপাতের দোকানগুলোর আসবাবপাত্র বেঁধে রাখা হয়েছে।
চুরি যাওয়ার ভয়ে সিটি করপোরেশনের ময়লা ফেলা গাড়িটিও তালা দিয়ে রাখা হয়েছে ডাস্টবিনের স্ট্যান্ডের সঙ্গে।
মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় দেখা যায়, ডাস্টবিনের ওপর গামছা ও টুপি শুকাতে দেওয়া হচ্ছে। ফলে, ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে নির্ধারিত স্থানের বাইরে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ওএইচ/এএ