সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।
৬ এপ্রিল, ২০১৭, বৃহস্পতিবার। ২৩ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৭৭৪- রোমান সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে রাস্টাড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৭৫-রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৯-নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন।
১৯০২- ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
১৯৩০-লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
১৯৪৪-মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
১৯৫৬-মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
১৯৫৭-ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে ঘানা স্বাধীনতা লাভ করে।
১৯৯৯- যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমা বিস্ফোরণ হয়, এতে ১০জন নিহত হয় জন এবং আহত হন দু’শতাধিক নারী-পুরুষ।
জন্ম
১৪৭৫- মিকেলেঞ্জেলো, তিনি ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি।
১৫০৮-নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন। তিনি ছিলেন দ্বিতীয় মুঘল সম্ৰাট।
১৮১২- কবি-সম্পাদক ঈশ্বর গুপ্ত।
১৯২৮- কলম্বিয়ার নোবেলজয়ী ঔপন্যাসিক গ্যাব্রিয়েল মার্কেজ।
১৯৪৬-ডেভিড জন গিলমোর, তিনি ইংরেজ গায়ক, গীতিকার।
১৯৮৭-কেভিন-প্রিন্স বোয়াটেং, তিনি ঘানার বংশোদ্ভূত জার্মান ফুটবলার।
মৃত্যু
১৮৮৮- লুইসা মে আল্কট, তিনি ছিলেন আমেরিকান ঔপন্যাসিক ও কবি।
১৯০০-জার্মান আবিষ্কারক জি. ডায়মলার ৬৪ বছর বয়সে মারা যান।
১৯০০- ইংরেজ রসায়নবিদ জন ডালটন।
১৯৭১ সালের মার্কিন ঔপন্যাসিক পার্ল এস বাক।
বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এএ